215 টাকা দামের নতুন প্ল্যান পেশ করল BSNL, 30 ভ্যালিডিটি সহ পাওয়া যাবে 60GB Data এবং আনলিমিটেড কল

আজকের দিনে দাঁড়িয়ে ভারতের বাজারে সস্তা প্ল্যানের কথা উঠলে BSNL এর নাম সবার প্রথমেই থাকে। কিছু মাস আগে Jio এবং Airtel তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পর অনেক ইউজাররা তাদের নাম্বার BSNL এ পোর্ট করিয়ে নিয়েছেন। ইউজারদের কথা মাথায় রেখে কোম্পানিও একের পর এক সস্তা প্ল্যান পেশ করে চলেছে। এই ধারা বজায় রেখে এবার কোম্পানির পক্ষ থেকে 215 টাকা দামের একটি নতুন প্ল্যান পেশ করা হয়েছে, এটির ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।

আরও পড়ুন: BSNL পেশ করল নতুন দুটি রিচার্জ প্ল্যান, প্রতিদিন পাওয়া যাবে 3GB পর্যন্ত ডেটা

30 দিন ভ্যালিডিটি সহ BSNL প্ল্যান

BSNL এর 215 টাকা দামের প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। সাধারণত জিও ও এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানিগুলির প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। তবে BSNL এর এই 30 দিনের প্ল্যানে এক্সট্রা ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ বিচার করলে দেখা যায় এটিই প্রকৃত মান্থলি প্ল্যান।

প্রতিদিন 2GB ডেটা

BSNL এর 215 টাকা দামের প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 2GB করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 60GB ডেটা উপভোগ করা যায়। সবচেয়ে বড় কথা দৈনিক 2GB ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইউজাররা 40kbps স্পপিদে আনলিমিটেড ডেটা ব্যাবহার করতে পারবেন।

আনলিমিটেড কল ও এসএমএস

BSNL এর এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 30 দিন ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এর ফলে গোটা দেশের যে কোনো নেটওয়ার্কে যত ইচ্ছা কল উপভোগ করা যায়। এছাড়াও গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করে ডেইলি 100 SMS বিনামূল্যে পাবেন।

BSNL এর 215 টাকা দামের প্ল্যানের বেনিফিট

BSNL এর 215 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে গ্রাহকরা 30 দিন ভ্যালিডিটি, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100 এসএমএস পাবেন। এর সঙ্গে এই প্ল্যানে games, podcasts এবং music উপভোগ করা যায়। কোম্পানির ইউজাররা এই প্ল্যান কিনলে Hardy Games, Challenger Arena Games, Gameon এর মতো মোবাইল গেম খেলতে পারবেন। Zing Music, Wow Entertainment এবং BSNL Tunes প্ল্যাটফর্মে মিউজিক উপভোগ করা যাবে। একইসঙ্গে Astrocell, Gameium, Lystn Podcast প্ল্যাটফর্মে পডকাস্ট শোনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here