32MP Selfie বং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

টেক ব্র্যান্ড টেকনো গ্লোবাল মার্কেটে তাদের নতুন মোবাইল হিসাবে Tecno Spark 20 Pro পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে 32MP Selfie Camera, 108MP Rear Camera, 8GB RAM এবং MediaTek Helio G99 প্রসেসর সহ ফিলিপাইন্সে পেশ করা হয়েছে। নিচে Tecno Spark 20 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন ও দাম জানানো হল।

Tecno Spark 20 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Tecno Spark 20 Pro ফোনে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120​ হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 এমপি2 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে Memory Fusion ​ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে এতে অতিরিক্ত 8GB RAM যোগ করা যায়। অর্থাৎ ফোনের 8GB ফিজিক্যাল RAM এর সঙ্গে যোগ করে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি ভিজিএ লেন্স যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Tecno Spark 20 Pro ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP53 রেটিং, 4G VoLTE, Wi-Fi, Bluetooth এবং USB Type-C port এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

Tecno Spark 20 Pro এর দাম

ফিলিপাইন্সে এই ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের দাম PHP 5,599 অর্থাৎ প্রায় 8,500 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Moonlit Black, Frosty Ivory, Sunset Blush এবং Magic Skin Green কালারে সেল করা হবে। ভারতে Tecno Spark 20 Pro ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here