iPhone স্লো হয়ে যাচ্ছে? তাহলে এই 5টি পদ্ধতি মেনে দেখুন, পুরনো ফোন চলবে নতুনের মতো

Highlights

  • নেটওয়ার্কের কারণেও iPhone এর স্পিড কমে যায়।
  • iPhone এর সমস্যাগুলি সহজেই ঠিক করা যায়।
  • নিম্নলিখিত পদ্ধতি গুলি স্লো হয়ে যাওয়া iPhone এর প্রসেসিং ফাস্ট করে দেয়৷

iPhone তার স্মুথ এবং ফাস্ট প্রসেসিং এর জন্য জনপ্রিয়। তবে iPhone ও অনেক সময় স্লো এবং হ্যাং হয়ে যায়। iPhone এর স্পিড কমে যাওয়ার অনেক কারণ রয়েছে। আজকের এই পোস্টে আপনাদের এমন 5টি ট্রিক জানাবো যেগুলোর সাহায্যে আপনারা iPhone কে একেবারে নতুনের মতো সুপারফাস্ট করে তুলতে পারবেন। আপনি যদি একজন iPhone ইউজার হয়ে থাকেন তাহলে নিম্নলিখিত পদ্ধতিগুলি আপনার ফোনটি স্লো করতে এবং হ্যাং হতে দেবে না এবং ফোনটি সবসময় স্মুথ এবং ফাস্ট থাকবে।  আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Moto G13 4G স্মার্টফোন, 90Hz ডিসপ্লে এবং MediaTek Helio G85 SoC ছাড়াও এতে আছে আরও আকর্ষণীয় ফিচার

iPhone স্লো হয়ে গেলে অনুসরণ করুন এই ট্রিকগুলি

1) নেটওয়ার্ক কন্ডিশন চেক করুন

Apple কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের মোবাইলগুলি নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে অর্থাৎ iPhone এর অনেক ফিচার এবং অ্যাপ নেটওয়ার্ক কানেক্টিভিটির সাথে কাজ করে। তাই ইন্টারনেট বা নেটওয়ার্ক সিগন্যাল কম থাকলে অনেক অ্যাপই ঠিকমতো করতে পারে না এবং ফোনের স্পিড স্লো হয়ে যায়। এমনকি ঘন ঘন নেটওয়ার্ক জাম্পের ঘটনায়, ডিভাইসটি স্লো হতে শুরু করে।

তাই যদি ইন্টারনেট কানেকশন স্লো হয় তাহলে ফোনটি Wi-Fi এর সাথে কানেক্ট করা উচিত। অন্যদিকে যদি সেলুলার ডেটা স্পিড এবং নেটওয়ার্ক কভারেজ কমে আসে, তাহলে আপনাকে আপনার অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে। আরও পড়ুন: এবছর Jio এর পাশাপাশি Airtel, VI এবং BSNL ইউজাররাও ফ্রিতে দেখতে পাবেন IPL ম্যাচ, জেনে নিন ডিটেইল

2) নট রেসপন্সিং অ্যাপ বন্ধ করতে হবে

যদি কোনো অ্যাপ ফ্রিজ হয়ে যায় এবং কোনোভাবেই রেসপন্স না করে, তাহলে সেটিকে ‘ফোর্স ক্লোজ’ করতে হবে। এর জন্য আপনার আইফোনের ডিসপ্লের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করতে হবে। যার ফলে ফোনে খোলা সব অ্যাপের ছোট উইন্ডো দেখা যাবে।ডান বা বামে সোয়াইপ করে সেই অ্যাপটি খুঁজতে হবে যেটা বন্ধ করতে চান। সেই ফ্রিজ হওয়া অ্যাপটি খুঁজে পাওয়ার সাথে সাথে সেই উইন্ডোটি পুনরায় উপরের দিকে সোয়াইপ করতে হবে। এর ফলে সেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

যদি কোনো অ্যাপ জোর করে বন্ধ করতে চান, তাহলে সেটি আবার খুলতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এটি ঘটে কারণ জোর করে বন্ধ করার পরে সেই অ্যাপটিকে পুনরায় খোলার জন্য আবার সমস্ত ডেটা লোড করতে হয়। আরও পড়ুন: 150টিরও বেশি স্টাইলিশ এবং কুল ইনস্টাগ্রাম প্রোফাইল নেমের লিস্ট, বেঁচে নিন নিজের পছন্দের নাম

3) আইফোনে স্টোরেজ যেন কমে না যায়

iPhone এর স্পিড কমে যাওয়ার একটি বড় কারণ হল স্টোরেজের অভাব। Apple মোবাইলগুলি সীমিত স্টোরেজ অপশনের সাথে আসে যেখানে এক্সটার্নাল মেমরি কার্ড ঢোকানো যায় না। তাই আইফোন ইউজারদের ফোনে থাকা ইন্টারনাল স্টোরেজের মাধ্যমেই কাজ করতে হয়। অনেক অ্যাপ, গেম, ফটো এবং ভিডিও সেভ করার সময় ফোনের মেমরিও ফুল হতে শুরু করে এবং স্টোরেজ কম থাকলেও আইফোনগুলি স্লো হয়ে যায়।

iPhone এ স্টোরেজ চেক করার পদ্ধতি

  • প্রথমে iPhone এর Settings খুলতে হবে।
  • তারপর Settings এ জেনারেল অপশনে ট্যাপ করতে হবে।
  • এবার তালিকায় iPhone Storage এর অপশন আসবে, সেটিতে ট্যাপ করতে হবে।
  • এখানে ফোন মেমরির ডিটেইলস সামনে চলে আসবে যে কতটা স্পেস বাকি আর কতটা খালি রয়েছে।

আইফোন স্টোরেজ কমানোর পদ্ধতি

  • সবার প্রথমে আপনার ফোনের ‘Recently Deleted’ অ্যালবামটি সম্পূর্ণ খালি করতে হবে।
  • ফোনে যেই অ্যাপটির ব্যবহার কম হয় সেটা ‘Offload’ করে দিন।
  • যদি এমন কোনো অ্যাপ থাকে যেটা ব্যবহার করা হয় না, তাহলে সেটি ‘Delete’ করুন।
  • আপনার যদি এখনও আরও স্টোরেজের প্রয়োজন হয়, ‘Photos’ এ গিয়ে ফাইলগুলি ডিলিট করুন৷
  • অতিরিক্ত ফটো এবং ভিডিওগুলি ডিলিট করার পরে, সেগুলি রিসেন্টলি ডিলিট অ্যালবাম থেকেও অবশ্যই ডিলিট করে দেবেন।

4) আইফোনের টেম্পারেচার কন্ট্রোল করুন

ফোনের টেম্পারেচার তার পারফরম্যান্সের উপর গভীর প্রভাব ফেলে। ফোনের তাপমাত্রা খুব বেশি বা খুব কম হলেও ফোনের প্রসেসিং স্লো হতে পারে। এটি আবহাওয়ার কারণে বাইরের তাপমাত্রার কারণে এবং চার্জিংয়ের কারণেও হতে পারে। যদি আপনার Apple iPhone আপনার হাতে ধরে রাখার সময়ও গরম বা ঠান্ডা অনুভব হয়, তাহলে প্রথমে ফোনটির তাপমাত্রা স্বাভাবিক করার চেষ্টা করুন। এই জন্য,

  • ফোন বারবার চার্জে রাখবেন না বা বেশি চার্জ দেবেন না।
  • iPhone গরম হয়ে গেলে এর কভার খুলে ফেলুন।
  • ফোনে চলমান সমস্ত অ্যাপ বন্ধ করুন এবং নতুন টাস্ক ওপেন করবেন না।
  • সম্ভব হলে কিছুক্ষণ ফোনের সুইচ অফ করে রাখুন।
  • ফোনটি আসল চার্জার এবং কেবল দিয়ে চার্জ করাও ভীষণ গুরুত্বপূর্ণ।

5) ব্যাটারির হেলথ চেক করুন

সময়ের সাথে সাথে সমস্ত ধরণের রিচার্জেবল ব্যাটারির কেমিক্যাল এজ কমে যায়। এটি iPhone ব্যাটারির সাথেও ঘটে। কেমিক্যাল এজ কমে যাওয়ার সাথে সাথে এর ক্যাপাসিটি এবং পিকআপ পারফরম্যান্সও হ্রাস পেতে শুরু করে। এর প্রভাব ফোন প্রসেসিং-এও দেখা যায় এবং ফোন স্লো হতে শুরু করে। এই ধরনের পরিস্থিতিতে, আপনার iPhone এর হেলথ সময়ে সময়ে চেক করা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে ফোনের ব্যাটারি পরিবর্তন করা দরকার। আরও পড়ুন: বার্ষিক রিচার্জ প্ল্যানের থেকেও কম বাজেটে পাবেন এই সব ফোনগুলি, রয়েছে Samsung এর ফোনও!

iPhone এর ব্যাটারির হেলথ চেক করার পদ্ধতি

  • ফোনে Setting খুলুন।
  • Setting এ নিচে স্ক্রোল করলে ব্যাটারির অপশন দেখবেন, এখানে ক্লিক করুন।
  • এখানে Battery Health & Charging অপশনটি আসবে, সেটিতে ট্যাপ করুন।
  • এতে Maximum Capacity আপনার ব্যাটারি হেলথ দেখা যাবে।

উপরিউক্ত অপশনগুলি ছাড়াও আমরা আমাদের পাঠকদের iPhone এর সমস্ত অ্যাপ্লিকেশন আপডেট রাখতে পরামর্শ দেব। যদি ফোনে একটি নতুন iOS আপডেট আসে, তাহলে এটি ফোনে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এই নতুন সফ্টওয়্যার আপডেটগুলি বিভিন্ন ধরণের বাগ এবং ফার্মওয়্যার ঠিক করে। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM এর ক্ষমতার সঙ্গে মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G ফোন TECNO SPARK 10

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here