11 হাজার টাকার রেঞ্জে সামনে এল Redmi 13C, শীঘ্রই আসবে ভারতে, আমাজন গ্লোবাল সাইটে হল লিস্টেড

Redmi 13C ব্র্যান্ডের নেক্সট লো বাজেট স্মার্টফোন হতে চলেছে। আপাতত এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু বিদেশী আমাজন ওয়েবসাইটে এই ফোনটি স্পেসিফিকেশন এবং ফটো সহ লিস্টেড করে দেওয়া হয়েছে। এখানে Redmi 13C ফোনের দাম পর্যন্ত জানানো হয়েছে, নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 200MP ক্যামেরা, 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ এই 5G ফোন এখন অনেক সস্তা, জেনে নিন বিস্তারিত

Redmi 13C এর স্পেসিফিকেশন

  • 6.74″ HD+ Display
  • MediaTek Helio G99
  • 50MP Triple Rear Camera
  • 16W 5,000mAh Battery

ডিসপ্লে: Redmi 13C ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1650 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি52 এমপি2 জিপিইউ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 16 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: Redmi 13C ফোনে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5 এমএম জ্যাক, ডুয়েল ন্যানো সিম এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করে।

Redmi 13C এর দাম

গ্লোবাল আমাজন সাইটে Redmi 13C ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এতে 4GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে $140.54। ভারতীয় দরে এই দাম প্রায় 11,700 টাকার কাছাকাছি। বিদেশের বাজারে এই ফোন Midnight Black কালারে পেশ করা হয়েছে। আরও পড়ুন: গাড়িকে স্মার্ট করে তুলবে আম্বানির Jio Motive (2023), জেনে নিন ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here