5,000mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরাসহ লঞ্চ হল Realme 11 Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Realme 11 Pro তে Dimensity 7050 প্রসেসর রয়েছে।
  • ফোনটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

চীনের পর গতকাল ভারতে Realme 11 সিরিজ লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 11 Pro এবং Realme 11 Pro+ ফোনদুটি পেশ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Realme 11 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। এছাড়া Realme 11 Pro+ ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন: Adipurush এর রামায়ণের কাহিনি নিয়ে তৈরি এই সব টিভি শো, সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

Realme 11 Pro এর দাম এবং সেল

  • 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম: 23,999 টাকা
  • 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম: 24,999 টাকা
  • 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম: 27,999 টাকা

Realme 11 Pro ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। বাজারে ফোনটি Sunrise Beige, Oasis Green এবং Astral Black এই তিনটি কালার অপশনে সেল করা হবে। আগামী 16 জুন থেকে কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইটের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে। এছাড়া ব্যাঙ্ক অফারের আওতায় এই ফোনটির কেনাকাটায় 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Nokia G42 5G ফোন, স্পেসিফিকেশনসহ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে

Realme 11 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme 11 Pro তে 120Hz রিফ্রেশরেট, 1080 X 2412 পিক্সেল রেজলিউশন, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 93.65 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, 100 শতাংশ DCI-P3 কালার গ্যামুট এবং পাঞ্চ হোল কাটআউটযুক্ত 6.7-ইঞ্চির FHD+ AMOLED এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেটের সঙ্গে মালী-জি68 জিপিইউ রয়েছে।
  • RAM এবং স্টোরেজ: এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন হলে মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানোও যায়।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme 11 Pro তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.75 অ্যাপার্চারযুক্ত এবং OIS সাপোর্টেড 108MP প্রাইমারি 6P ক্যামেরা সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে।
  • সেলফি ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5জি, 4জি এলটিই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 4.0 কাস্টম স্কিনের সঙ্গে কাজ করে।

জানিয়ে রাখি কোম্পানি চীনে তাদের Realme 11 Pro এবং 11 Pro Plus 5G ফোনগুলির সঙ্গে Realme 11 ফোনটিও লঞ্চ করেছিল। আপাতত এখনও পর্যন্ত এই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here