Oppo K10 5G স্মার্টফোনের উপর চলছে বিশাল ডিসকাউন্ট, জেনে নিন বিস্তারিত

5000mAh ব্যাটারি, 8GB RAM এবং 5G সাপোর্ট সহ Oppo স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকে লো বাজেটে Oppo K10 5G স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। Oppo K10 5G স্মার্টফোনের 8GB RAM ভেরিয়েন্ট Flipkart-এ 17,499 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনে সিটিব্যাঙ্ক নিয়ে এসেছে দারুণ অফার।এই পোস্টে আপনাদের Oppo-এর এই স্মার্টফোনের উপর যেসব ডিল দেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে ডিটেইল জানানো হল। Oppo-এর এই ফোনের প্রধান ফিচারের কথা বলতে গেলে, এই ফোনটিতে 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটিতে MediaTek এর শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Oppo K10 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হল লো বাজেট Vivo Y02 স্মার্টফোন

Oppo K10 5G স্মার্টফোনের অফার ডিটেইল

Oppo K10 5G স্মার্টফোনটির 8GB RAM ভেরিয়েন্টটি Flipkart-এর ওয়েবসাইটে 17,499 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। Citibank-এর ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে সম্পূর্ণ পেমেন্ট করলে এই ফোনে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আপনি যদি সিটিব্যাঙ্কের ক্রেডিট দিয়ে EMI-তে ফোনটি কেনেন, তাহলে আপনি এই ফোনে 2000 টাকার ডিসকাউন্ট পাবেন।তারপর এই ফোনটির দাম দাড়াবে 15,499 টাকা। আপনারা পুরানো ফোন এক্সচেঞ্জের মাধ্যমে এই ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।

Oppo K10 5G ফোনের স্পেসিফিকেশন

Oppo K10 5G স্মার্টফোনটিতে একটি 6.56-ইঞ্চি বেজেল-লেস ডিসপ্লে রয়েছে এবং সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এই ফোনটিতে একটি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 720 x 1612 পিক্সেল এবং রিফ্রেশরেট 90Hz। Oppo-এর এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP, যেখানে 8MP ক্যামেরা এবং 2MP ক্যামেরা দেওয়া হয়েছে।এই ফোনের ব্যাক ক্যামেরাটি অটোফোকাস সাপোর্ট সহ আসে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে গুগলের এই 6টি টিপসের জুড়ি মেলা ভার, জেনে নিন বিস্তারিত

OPPO K10 5G স্মার্টফোনটি 8GB RAM এবং MediaTek Dimensity 810 MT6833 চিপসেট সহ মার্কেটে লঞ্চ হয়েছে। এর সাথে গ্রাফিক্স সাপোর্টের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। Oppo-এর এই ফোনে একটি 5000mAh Li-Polymer ব্যাটারি এবং 33W সুপার VOOC চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। সেন্সরের কথা বললে এই ফোনটিতে প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here