50MP Camera এবং 5,000mAh Battery সহ আসতে চলেছে LAVA Yuva 4 Pro 5G

ভারতীয় স্মার্টফোন কোম্পানি Lava গত বছর ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Lava Yuva 3 Pro লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপগ্রেডেড ভার্সন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। আমরা এক্সক্লুসিভ জানতে পেরেছি কোম্পানির পক্ষ থেকে Lava Yuva 4 Pro 5G পেশ করা হবে। ভারতের জনপ্রিয় টিপস্টার পারস গুগলানি এই বিষয়ে জানিয়েছেন এবং তিনি ফোনের ছবি এবং স্পেসিফিকেশনও শেয়ার করেছেন। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

Lava Yuva 4 Pro 5G এর ডিজাইন

আমাদের পাওয়া ফোনের ছবি অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। এতে ডুয়েল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ থাকবে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে নিচের বাঁদিকে লাভা ব্র্যান্ডিং এবং 5G লেখা রয়েছে। ফোনের ছবি অনুযায়ী ফোনটি ব্লু কালারে পেশ করা হবে। তবে বাজারে ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হতে পারে।

ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন যথেষ্ট এলিগেন্ট এবং বাজেট হিসাবে বেস্ট বলা যায়। ব্যাক প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল যথেষ্ট শাইনি ও সুন্দর এবং এর মাঝে 50MP লেখাটিও যথেষ্টই সুন্দর দেখতে। ফোনটি বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিভাইসের লুক ও ফিল দেবে বললে কোনো ভুল বলা হবে না।

Lava Yuva 4 Pro 5G এর স্পেসিফিকেশন (এক্সক্লুসিভ)

  • প্রসেসর: এই ফোনে কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করবে। এর আগেও কোম্পানির অন্যান্য ফোনে এই প্রসেসর দেখা গেছে।
  • স্টোরেজ: এই ফোনে 6GB RAM দেওয়া হবে। লঞ্চের সময় ফোনটি একাধিক RAM মডেলে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের স্টোরেজ সম্পর্কে কিছু জানা যায়নি।
  • ওএস: এই ফোনে দুই বছরের সিকিউরিটি আপডেট সহ অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি যোগ করা হবে।

কেমন হবে দাম?

এর আগে কোম্পানি Lava Yuva 4 Pro 5G এর আগের মডেল 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করেছিল। এবারেও দাম এই রেঞ্জেই হবে বলে আশা করা হচ্ছে। এটি লাভার সস্তা 5জি ফোন হিসাবে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here