6,100 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung এর 5G ফোন, 5000mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 50MP সেলফি ক্যামেরা

যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টটি দারুণ কাজের হতে চলেছে। শপিং সাইট আমাজনে লেটেস্ট স্যামসাঙ 5G ফোনের দামে কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই 6,100 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমাজনে লেদার ব্যাক প্যানেল সহ Samsung Galaxy F55 5G ফোনের দামে প্রথম এত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ইউজাররা ব্যাঙ্ক কার্ড ব্যাবহার করে আরও বেশি টাকা সাশ্রয় করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ছাড় এবং অফার সম্পর্কে।

Samsung Galaxy F55 5G ফোনের ডিসকাউন্ট

আগেই বলা হয়েছে শপিং সাইট আমাজনে Samsung Galaxy F55 5G ফোনের দামে 6,100 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে এই ছাড় পাওয়া যাচ্ছে। এই মডেলটি কোম্পানির পক্ষ থেকে 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে এই ফোনটি মাত্র 20,899 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি 20,999 টাকা দামে বেচা হচ্ছে।

  • এই ফোনটি এপ্রিকট ক্রাশ ও রাইসিন ব্ল্যাক কালার অপশনে সেল করা হয়। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে আমাজনে 2000 টাকা এক্সট্রা ছাড় পাওয়া যাবে।
  • এছাড়াও এই ফোনটি কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 17,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

Samsung Galaxy F55 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy F55 5G ফোনে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Samsung Galaxy F55 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: Samsung Galaxy F55 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 ও এনএফসির মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে।
  • ওএস: Samsung Galaxy F55 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 বছর ওএস এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here