খুব তাড়াতাড়ি Sony লঞ্চ করবে সস্তা Xperia Ace II স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব

Sony শীঘ্রই মার্কেটে নতুন স্মার্টফোন Sony Xperia Ace II লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহেই সোনীর এই আগামী স্মার্টফোনের রেন্ডার অনলাইনে লিক হয়েছিল। এবার সোনীর আপকামিং স্মার্টফোন Sony Xperia Ace II ফোনটি Google Play Console লিস্টিঙে দেখা গেছে। Google Play Console লিস্টিঙে দেখার পর থেকেই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হতে পারে। লিস্টিং অনুযায়ী Sony Xperia Ace II ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হতে চলেছে। সোনীর এই আগামী স্মার্টফোন Helio P35 চিপসেটে রান করার পাশাপাশি এতে 4 GB RAM দেওয়া হবে। এই ফোনটি Android 11 OS এ কাজ করবে বলে জানা গেছে।

গুগল প্লে কনসোলে দেখা Sony Xperia Ace II ফোনের ছবি অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। ফোনটির ডিসপ্লে সম্পর্কে বেশি কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে এতে 720 x 1496 পিক্সেল স্ক্রিন রেজলিউশনযুক্ত HD+ ডিসপ্লে থাকবে। গুগলের লিস্টিঙে Sony Xperia Ace II ফোনটি SO-41B মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।

এই বছরের শুরুতে জনপ্রিয় টিপস্টার OnLeaks আপকামিং Sony Xperia Ace II ফোনটির CAD রেন্ডার শেয়ার করেছিলেন। সোনীর এই আগামী ফোনটি কম্প‍্যাক্ট মাপের হবে। এই ফোনে 5.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ভার্টিক‍্যাল ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডেডিকেটেড ক‍্যামেরা বাটন এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হবে।

Sony Xperia Ace II ফোনটি সম্পর্কে শোনা যাচ্ছে এই ফোনটি এক্সক্লুসিভ জাপানের মার্কেটে সেল করা হবে। এই ফোনটি 2019 সালে লঞ্চ করা Xperia Ace এর সাকসেসার হবে। জাপানের টেলিকম কোম্পানি DoCoMo আগামী 19 মে তাদের একটি ইভেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করবে। মনে করা হচ্ছে কোম্পানি ওইদিন Sony Xperia Ace II ফোনটির সঙ্গে Snapdragon 888 চিপসেটযুক্ত Sharp AQUOS R6 ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here