আসতে চলেছে Vivo এর Y সিরিজের নতুন স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভিভোর বেশিরভাগ ইউজাররাই তাদের Y সিরিজের স্মার্টফোন ব্যাবহার করে থাকেন। এই সিরিজের অধীনে 7,999 টাকা থেকে শুরু করে 24,999 টাকা দামের ফোন রয়েছে। এবার কোম্পানি তাদের Y সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা গেছে। এই আপকামিং ফোনটি Vivo Y59 5G নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং Y সিরিজের নতুন স্মার্টফোন সম্পর্কে।

Vivo Y59 5G এর ডিটেইলস

টেক ওয়েবসাইট গীজমোচায়না মাধ্যমে আপকামিং Vivo Y59 5G সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। এই ওয়েবসাইট IMEI database এ নতুন ভিভো স্মার্টফোনটি V2443 মডেল নাম্বার সহ স্পট করেছে। এই সার্টিফিকেশন অনুযায়ী ফোনটির Vivo Y59 5G নামে বাজারে আসবে বলে জানা গেছে। এর মাধ্যমে ফোনটি নাম কনফার্ম জানা গেলেও, এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।

কেমন হতে চলেছে Vivo Y59 5G?

কোম্পানির আপকামিং Vivo Y59 5G স্মার্টফোনটি Y58 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। তাই ফোনটির স্পেসিফিকেশন আগের মডেলের মতো বা অন্যরকম কিছু থাকতে পারে। আমরা এই পোস্টে Vivo Y58 ফোনের স্পেসিফিকেশন জানিয়েছি, এর উপর ভিত্তি করে Vivo Y59 স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি, 8GB RAM, 120Hz রিফ্রেশ রেট এবং 50 মেগাপিক্সেল দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

Vivo Y58 5G এর দাম এবং স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 120Hz
  • Snapdragon 4 Gen 2
  • 8GB RAM + 128GB Storage
  • 50MP Back Camera
  • 8MP Front Camera
  • 6,000mAh Battery
  • 44W FlashCharge

দাম: Vivo Y58 5G ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 18,499 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Sundarbans Green এবং Himalayan Blue কালার অপশনে পেশ করা হয়েছিল।

ডিসপ্লে: Vivo Y58 5G ফোনে 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2408 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: Vivo Y58 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 2.3 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। 8GB extended RAM এর মাধ্যমে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y58 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়েল সিম, 4G, 5G, স্টেরিও স্পিকার ও IP64 রেটিং যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here