সাবধান! 5G আপগ্রেডের নামে চলছে জোচ্চুরি, সতর্কবার্তা জারি করল সাইবার পুলিশ

ভারতে 5G Services এখন সমালোচনার বাইরে বেড়িয়ে বাস্তবের দুনিয়ায় নেমে এসেছে। দেশে একদিকে যেমন 5G পরিষেবার সূচনা করা হয়েছে তেমনই Jio ​এবং Airtel এর মতো কোম্পানিগুলি ভারতের বেশ কিছু শহরে তাদের 5G Network চালু করে দেওয়া হয়েছে। মোবাইল ইউজারদের মধ্যে নতুন 5G টেকনোলজি সম্পর্কে যথেষ্ট উতসাহ রয়েছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ তাদের ফোনে 5G পরিষেবা উপভোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু 5G সার্ভিসের সঙ্গে সঙ্গেই দেশে 5G Fraud ও শুরু হয়ে গেছে। 5G sim upgrade এর নামে দেশে শুরু হয়েছে জোচ্চুরি এবং সাইবার পুলিশ এবিষয়ে সতর্কবার্তাও জারি করেছে। আরও পড়ুন: অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসছে POCO F5 স্মার্টফোন, চাপে পড়বে OnePlus

গুরুগ্রাম থেকে এই 5G SIM Fraud এর খবর সামনে এসেছে। সেখানকার সাইবার পুলিশ 5G এর নামে শুরু হওয়া এই জোচ্চুরি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করে এই ধরনের ঘটনার থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছে। 5G সার্ভিসের সূচনা হতেই এই সংক্রান্ত জচ্চুরিও শুরু হয়ে গেছে। গুরুগ্রাম সাইবার পুলিশ সেল মোবাইল ইউজারদের সাইবার জগতের জোচ্চোরদের থেকে বাঁচার উপদেশ দিয়ে জানিয়েছে 4G SIM থেকে 5G SIM Card এ আপগ্রেড করার নামে এক শ্রেণীর সাইবার অপরাধী সাধারণ মানুষদের ঠকাতে শুরু করেছে।

5G এর নামে জোচ্চুরি

5G সিম ফ্রড সম্পর্কে জানা গেছে কিছু scammer 4G SIM কে 5G SIM Card করার নামে মোবাইল ইউজারদের সঙ্গে জোচ্চুরি শুরু করেছে। কিছু জায়গায় টেলিকলিঙের মাধ্যমে সাধারণ মানুষদের ফোন করা হচ্ছে এবং তাদের সিম কার্ড 5G তে আপগ্রেড করার কথা বলা হচ্ছে। এই আপগ্রেডেশনের জন্য ইউজারদের ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হচ্ছে। এই OTP শেয়ার করলে সেই ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। আরও পড়ুন: দারুণ খবর! মাত্র 239 টাকায় পাওয়া যাবে Jio 5G, 1Gbps স্পিডে চলবে আনলিমিটেড ইন্টারনেট

ফোনে OTP পাথিয়ে ফ্রডের পাশাপাশি সাইবার অপরাধীরা মোবাইল ইউজারদের ফোনে 5G আপগ্রেডের জন্য লিঙ্কও পাঠানো হচ্ছে। এই লিঙ্কে ক্লিক করলেই ইউজারদের ফোন হ্যাক হয়ে যাচ্ছে। হ্যাকিঙের মাধ্যমে ফোনের কন্ট্যাক্ট এবং ম্যাসেজের অ্যাক্সেস চলে যাচ্ছে scammer দের হাতে। এর ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস পাওয়া এবং তার টাকা সরিয়ে নেওয়া খুবই সহজ।

টেলিকম কোম্পানির নামে 5G upgrade এর জন্য এই সমস্ত OTP এবং লিঙ্ক পাঠানো হচ্ছে এবং এই কারণে মোবাইল ইউজারদের মনে কোনো সন্দেহও জাগছে না এবং বাড়ছে তাদের বিপদ। আরও পড়ুন: GB WhatsApp কতটা সুরক্ষিত? কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here