ভারতে আসতে চলেছে Samsung Galaxy M15 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6,000mAh Battery এবং 50MP Camera

কোরিয়ান টেক ব্র্যান্ড স্যামসাঙ ভারতের বাজারে তাদের গ্যালাক্সি ‘এম’ সিরিজের ফোনর সংখ্যা বাড়ানোর প্রস্তুতি করছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক থেকে পাওয়া ডিটেইলস অনুযায়ী Samsung Galaxy M15 5G স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনের ফটো এবং স্পেসিফিকেশন বিস্তারিত জানানো হল।

ভারতে আসছে Samsung Galaxy M15 5G স্মার্টফোন

টিপস্টার মুকুল শর্মার থেকে স্যামসাঙ গ্যালাক্সি এম15 5জি ফোনের লঞ্চ সম্পর্কে জানা গেছে। লিক থেকে অনুযায়ী খুব তাড়াতাড়ি স্যামসাঙ তাদের নতুন স্মার্টফোন Galaxy M15 5G ভারতের বাজারে পেশ করতে চলেছে। একই সঙ্গে Samsung Galaxy M55 5G স্মার্টফোনটিও লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি গ্যালাক্সি এম15 5জি ফোনটি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে, ফলে এই ফোনের স্পেসিফিকেশন আমাদের সবার জানা আছে।

ভারতে Samsung Galaxy M15 5G সম্ভাব্য দাম

সামসাং তাদের এই স্মার্টফোনটিকে মিড বাজেট রেঞ্জে আনবে। এই ফোনটির গ্লোবাল স্পেসিফিকেশন দেখার পর মনে করা হচ্ছে গ্যালাক্সি এম15 5জি ফোনটির দাম 15 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এই ফোনটির প্রাথমিক দাম 14,999 টাকার কাছাকাছি হতে পারে। এই বাজেটে এই ফোনটি Redmi Note 13 5G এবং Realme 12 5G ফোনর সাথে প্রতিযোগিতা নামবে।

Samsung Galaxy M15 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি M15 5G ফোনটি 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।
  • পারফরমেন্স: Samsung Galaxy M15 5G ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর প্রসেসর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চিপসেটের নাম উল্লেখ করা হয়নি, তবে আশা করা হচ্ছে এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট হতে পারে।
  • মেমরি: কোম্পানির ওয়েবসাইটে এই স্যামসাং স্মার্টফোনটি 4জিবি র‍্যাম সহ দেখানো হয়েছে। এছাড়া এই মোবাইলটিতে 128জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ভারতের মার্কেটে Galaxy M15 5G ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি M15 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল থার্ড লেন্স রয়েছে। একইভাবে সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য এই স্যামসাং ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Samsung Galaxy M15 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAH ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই মোবাইলে 25 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে।
  • অন্যান্য: Samsung Galaxy M15 5G ফোনে NFC, Bluetooth v5.3, 5GHz Wi-Fi, USB Type-C 2.0 এবং 3.5mm জ্যাকের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here