আবার ভারতে Honor ভারতে ফিরতে চলেছে। রিয়েলমির সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর এবার মাধব শেঠ অনার ইন্দিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাঁর নেতৃত্বেই এই চাইনিজ ব্র্যান্ড ভারতে ফিরতে চলেছে। কোম্পানি টুইটারের মাধ্যমে তাদের আগামী ফোন টিজ করেছে এবং ছবি দেখে মনে করা হচ্ছে এই ফোনটি Honor X9a হতে পারে। নিচে Honor X9a ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: বিনামূল্যে পাওয়া যাবে 1 বছরের রিচার্জ! Vi নিয়ে এল দুর্দান্ত Independence Day Offer, দিচ্ছে ফ্রি 50GB Data
ভারতে ফিরছে Honor
স্বয়ং অনার ইন্ডিয়া ও মাধব শেঠ উভয়ই ব্র্যান্ডের প্রত্যাবর্তন সম্পর্কে অফিসিয়ালি জানিয়েছেন এবং ধীরে ধীরে এটি টিজও করা হচ্ছে। ব্র্যান্ডের স্মার্টফোন কবে লঞ্চ করা হবে সেই বিধ্যে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে প্রথম অনার স্মার্টফোন ভারতে লঞ্চ করা হতে পারে। আগামীকাল অর্থাৎ 15 আগস্ট কোম্পানি অফিসিয়াল ঘোষণা করতে পারে।
Honor X9a এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
- 6.67″ AMOLED Display
- Qualcomm Snapdragon 695
- 64MP Rear Camera
- 16MP Front Camera
- 40W 5,100mAh Battery
স্ক্রিন: অনার এক্স9এ ফোনটিতে 20:09 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে রয়েছে এবং গ্লোবাল মার্কেটে এই ফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসরে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 6.1 এর সঙ্গে পেশ করা হয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Honor X9a ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স9এ ফোনে 5,100 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 40 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিও যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন