67W চার্জিং এবং 16GB RAM-এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল OPPO A78, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

বিগত বেশ কয়েক দিন ধরে সমালোচনা এবং লিক রিপোর্টের পর গতকাল ওপ্পো ভারতে তাদের নতুন OPPO A78 স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চের পর অবশেষে গতকাল থেকে ভারতে ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই পোস্টে নতুন ওপ্পো এ78 4জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 50MP Camera এবং 6GB RAM সহ লঞ্চ হল সস্তা মোবাইল Redmi 12, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

OPPO A78 4G এর দাম

ভারতে ওপ্পো এ78 4জি ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই ফোনটি 17,499 টাকা দামে পেশ করা হয়েছে। গতকাল থেকেই অফলাইন রিটেইল স্টোরে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে এবং লঞ্চ অফার হিসাবে ফোনটির কেনাকাটায় 1,500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ফোনটি Mist Black এবং Aqua Green কালার অপশনে সেল করা হচ্ছে।

OPPO A78 4G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: Oppo A78 4G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.43-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। Oppo তাদের এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি দিয়েছে যা Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড।

প্রসেসর: OPPO A78 4G ফোনটি Android 13 বেসড ColorOS 13 এ লঞ্চ করা হয়েছে যা Qualcomm Snapdragon 680 Octacore প্রসেসরে কাজ করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM expansion টেকনোলজি রয়েছে যার ফলে ফোনের 8GB physical RAM এর সঙ্গে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: এই Oppo মোবাইল ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। Oppo A78 4G ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A78 4G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W SuperVOOC টেকনোলজি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here