শাওমি তাদের ভারতীয় ফ্যানদের জন্য দেশের মার্কেটে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ভারতে Redmi 12 5G এবং Redmi 12 4G ফোনদুটি লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Redmi 12 5G সম্পর্কে বিশদে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Redmi 12 4G ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 4GB RAM সহ Moto G14, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন
Redmi 12 এর দাম
ভারতে রেডমি 12 4জি ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 11,499 টাকা দামে 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে দুটি মডেলেই 1,000 টাকার অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ ফোনটির উভয় ভেরিয়েন্ট কেনার জন্য গ্রাহকদের যথাক্রমে 8,999 টাকা এবং 10,499 টাকা দাম দিতে হবে।
Redmi 12 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: রেডমি 12 4জি ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে সুরক্ষিত করা হয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি88 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: কোম্পানি তাদের Redmi 12 4G ফোনটিতে 6GB পর্যন্ত virtual RAM যোগ করেছে। ফোনের ইন্টারনাল 6GB RAM এর সঙ্গে যুক্ত হয়ে এই ফিচারের মাধ্যমে মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রেডমি 12 4জিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে একবার ফুল চার্জে 27 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই পাওয়া সম্ভব। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি এবং অন্যান্য: রেডমি 12 4জিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এমএম জ্যাক রয়েছে। কোম্পানি এও ফোনটি আইপি53 রেটিঙের সঙ্গে পেশ করেছে। এছাড়া সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন