প্রায়ই অনলাইন ফ্রডের নতুন নতুন ঘটনার কথা প্রকাশ্যে আসছে। কিছু মানুষ ভুলবশত জোচ্চুরির শিকার হন আবার অনেকে লোভের ফলে সর্বস্ব হারান। এবার এমনই এক ঘটনার কথা জানা গেছে, যেখানে এক যুবক বাড়ি বসে টাকা কামানোর লোভে 7,24,990 টাকা হারিয়েছেন। তাকে টাস্ক কমপ্লিট করার বিনিময়ে ইনকামের লোভ দেখিয়ে সাইবার ক্রিমিনালরা ঠকিয়েছে।
Telegram অ্যাপে এসেছিল টাস্কের ম্যাসেজ
মিডিয়া রিপোর্ট অনুযায়ী হরিয়ানার বাসিন্দা রাহুল নামক এক যুবকের সঙ্গে এই স্ক্যাম হয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী তাকে টেলিগ্রাম অ্যাপে ‘টাস্ক গ্রুপ 882’ নামক একটি গ্রুপে অ্যাড করা হয়। এই গ্রুপে টাস্ক কমপ্লিট করে টাকা কামানোর কথা বলা হয়। এই টাস্ক করার জন্য রাহুলকে একটি লিঙ্ক দেওয়া হয় এবং এই লিঙ্কে ক্লিক করেই টাস্ক করতে বলা হয়।
এরপর রাহুল এই লিঙ্ক ওপেন করে টাস্ক করা শুরু করে দেয়। ফ্রডদের পক্ষ থেকে বলা হয় টাস্ক কমপ্লিট হয়ে গেলে তাঁর প্রাপ্য অ্যামাউন্ট তাকে দিয়ে দেওয়া হবে, তবে এর জন্য কিছু টাকা জমা করতে হবে। টাস্ক কমপ্লিট করার পর রাহুলকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয়। বেশি টাকা উপার্জনের লোভে তিনি স্ক্যামারদের টাকা দিয়েও দেন।
বারবার টাকা চায় স্ক্যামাররা
রিপোর্ট অনুযায়ী রাহুল জোচ্চোরদের কথার জালে ফেঁসে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকবার টাকা পাঠিয়েছে। তিনি মোট 16 বার টাকা পাঠান এবং তিনি পাঠিয়েছেন মোট 7,24,990 টাকা। তবে এখানেই শেষ নয়, এর পরেও স্ক্যামাররা আরও টাকা চায়। রাহুল টাকা দিতে অস্বীকার করলে তাঁর ওপর বিভিন্নভাবে চাপ বাড়তে থাকে এবং টাস্কের টাকা ব্লক করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনা এই পর্যায়ে এলে রাহুল বুঝতে পারে তাঁর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। এরপর তিনি অনলাইন সাইবার পোর্টালে অভিযোগ করেন এবং সাইবার থানায় কেস করেন। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে এবং স্ক্যামারদের খোঁজার চেষ্টা চলছে।
অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য মেনে চলুন
- কোনো অচেনা ব্যাক্তির সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ পার্সোনাল ডিটেইলস যেমন ফোন নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার শেয়ার করবেন না।
- কারোর সঙ্গে নিজের ব্যাঙ্ক ডিটেইলস এবং ওটিপি শেয়ার করবেন না।
- কোনো কাজের বিনিময়ে টাকা কামানোর কথা উঠলে প্রথমে প্রথমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
- শুধুমাত্র ম্যাসেজ বা কল নয়, নিজে সশরীরে খোঁজখবর নিন।
- কোনো ব্যাক্তি পুলিশ, ব্যাঙ্কের কর্মচারী, মোবাইল কোম্পানি বা কোনো আবশ্যকীয় পরিচয় দিয়ে কথা বললে প্রথমে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
- আন্তর্জাতিক নাম্বার থেকে আসা কল রিসিভ করবেন না।
- অচেনা ভিডিও কল এড়িয়ে চলুন এবং নিশ্চিত না হয়ে কল ধরবেন না।
- কোনো অচেনা নাম্বার থেকে কল এলে সেখানে কল ব্যাক করবেন না।
- কেউ কল করে ভয় দেখালে ভয় না পেয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন।