শোরুমে একসাথে 7 Electric Bikes লাগলো আগুন, দেখে নিন ঘটনার ভয়ানক ছবি

Electric Vehicles-এর বাজার খুবই দ্রুত বাড়ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারনে মানুষেরা ইলেকট্রিক গাড়ির প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু প্রায় দিন‌ই এই গাড়ি গুলিতে আগুন লাগার ঘটনায় ভয়ের সৃষ্টি হচ্ছে মানুষের মনে। আজ পুনেতে একটি শোরুমে 7টি Electric Bike-এ আগুন লাগার ঘটনা জানা গেছে। যদিও এই শোরুমটি কোন কোম্পানির তা এখনো জানা যায়নি, কিন্তু Komaki Electric Vehicle-এর তথ্য অনুযায়ী এটি multi-branded শোরুম ছিল, যেখানে বিভি ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক চার্জ করা হচ্ছিল।

আগুন লাগলো 7টি Electric Bike-এ

বিগত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে এই ধরনের খবর সামনে আসছে, যেখানে Electric Bike অথবা Electric Scooter-এ আগুন লাগার ঘটনা শোনা যাচ্ছে। এই ধরনের ঘটনা সর্বাধিক Battery scooty-তেই দেখা যাচ্ছে। কিন্তু মহারাষ্ট্রের পুনেতে ঘটা এই ভয়ানক ঘটনাটি সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকেল মার্কেটের নজর নিজের দিকে করে নিয়েছে। এই আগুনটি কোনো উপভোক্তা‌র ব‍্যবহার করা ইলেকট্রিক গাড়িতে লাগেনি বরং শোরুমে থাকা ইলেকট্রিক বাইকে লেগেছে। অর্থাৎ এই ঘটনায় বাইক চালকের দোষের কোনো কারন নেই, এই ঘটনায় ফল্ট সরাসরি Electric Bike-এর দেখা যাচ্ছে।

প্রাপ্ত খবর অনুযায়ী পুনেতে Market Yard Gangadham এলাকায় একটি ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ডের শোরুম ছিল এবং সেখানেই এই ভয়ংকর আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এই শোরুমটি কোন ব্র্যান্ডের তা এখনো জানা যায়নি, কিন্তু মিডিয়া রিপোর্টে জানা গেছে, যে সেখানে একাধিক ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ছিল। তারমধ্যে থেকে কোন ব্যাটারি চালিত মোটরসাইকেলে প্রথম আগুন লেগেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনাটি সোমবার বিকেলে ঘটেছিল, যেখানে একের পর এক 7 টি electric bike-এ আগুন ধরে গিয়েছিল। সৌভাগ্যবশত এই কোনো ব্যক্তি আহত হয়নি এবং বড়ো বিপদ হ‌ওয়া‌র আগেই ফায়ারব্রিগেডের গাড়ি আগুন নিয়োন্ত্রনে আনতে সক্ষম হয়েছিলো।

Electric Vehicles-এ আগুন লাগার কারণ

পুনেতে হওয়া এই ভয়ঙ্কর ঘটনার সম্পর্কে বলা হচ্ছে, যে শোরুমের ভিতরে ইলেকট্রিক বাইক গুলিকে চার্জে বসানো হয়েছিল। আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে, কিন্তু প্রধান কারণ হিসেবে এটাই মনে করা হচ্ছে, যে কোনো ইলেকট্রিক বাইক অধিক সময় ধরে চার্জে বসানো থাকায় অত্যধিক চার্জ হওয়ার কারণে এই আগুন লেগেছে। একটি মোটরসাইকেলের আগুনের জন্য নিকটবর্তী অন্যান্য ইলেকট্রিক বাইকে আগুন লেগে যাওয়ার কারনেই এই বড়ো দুর্ঘটনা ঘটেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here