84 দিন ভ্যালিডিটি সহ Airtel এর বেস্ট প্ল্যানের লিস্ট, পাওয়া যাবে অঢেল ডেটা এবং কল

আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মার্কেটে একমাত্র Airtel দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio কে শ্বেই অর্থে টক্কর দিয়ে চলেছে।Airtel এর কাছে এমন বেশ কিছু প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে ডেইলি ডেটা, আনলিমিটেড কল এবং এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। কোম্পানি তাদের ইউজারদের কথা মাথায় রেখে কিছু প্ল্যানে প্রতিদিন 3GB পর্যন্ত ডেটা দিয়ে থাকে। এছাড়া কোম্পানি দীর্ঘমেয়াদি প্ল্যান ইউজারদের জন্য 84 দিন ভ্যালিডিটি সহ বেশ কিছু প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির কাছে এই ভ্যালিডিটির মোট চারটি প্ল্যান রয়েছে। নিচে এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানান হল।

84 দিন ভ্যালিডিটি সহ এয়ারটেলের রিচার্জ প্ল্যান

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
455 টাকা মোট 6জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
719 টাকা ডেইলি 1.5জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
839 টাকা ডেইলি 2জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
999 টাকা ডেইলি 2.5জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন

 

  • এয়ারটেলের 455 টাকা দামের রিচার্জ প্ল্যান: যেসব ইউজাররা ডেটার থেকে ভয়েস কল বেশি ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। 455 টাকা দামের এই প্ল্যানে 84 দিনের জন্য মাত্র 6GB ডেটা পাওয়া যায়। তবে এই প্ল্যানে দেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এর সঙ্গে প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন্স এবং উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যায়।
  • এয়ারটেলের 719 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে ফ্রি ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস, কমপ্লিমেন্টারি Xstream Mobile এবং RewardsMini সাবস্ক্রিপশন দেওয়া হয়।
  • এয়ারটেলের 839 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে ডেইলি 2GB পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ডেইলি 100 এসএমএস, কমপ্লিমেন্টারি Xstream Mobile এবং RewardsMini সাবস্ক্রিপশন দেওয়া হয়।
  • এয়ারটেলের 999 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে ডেইলি 2.5GB ডেটা দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ডেইলি 100 এসএমএস, কমপ্লিমেন্টারি Xstream Mobile এবং RewardsMini সাবস্ক্রিপশন পাওয়া যায়। 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আমাজন প্রাইম মেম্বারশিপও পাওয়া যায়।

বাড়তে পারে Airtel প্ল্যানের দাম

ভারতের বাজারে Jio এর পাশাপাশি Airtel এর পক্স থেকে তাদের 5G সার্ভিস রোলআউট করে দেওয়া হয়েছে। কিন্তু কোম্পানির এই সার্ভিস চালু করার পরেও তাদের প্ল্যানের দাম বাড়ায়নি। তবে এয়ারটেল তাদের মিনিমাম রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল, এর বাইরে সম্পূর্ণ লাইনআপে কোনো পরিবর্তন করা হয়নি। তবে এবার খবর পাওয়া যাচ্ছে এই বছর কোম্পানি তাদের সব প্ল্যানের দাম বাড়াতে পারে। তবে এই বিষ্যে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here