লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo Reno 12 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Oppo Reno 12 সিরিজের লিক ক্রমাগত প্রকাশ্যে আসছে। এতে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোন পেশ করা হতে পারে। আগামী জুন মাসেই এই দুটি ফোন হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার লঞ্চের আগেই লিক হল ভ্যানিলা মডেলের স্পেসিফিকেশন। এতে চিপসেট, ডিসপ্লে, স্টোরেজ, ক্যামেরা। ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোন সম্পর্কে।

Oppo Reno 12 এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়াইবোতে Oppo Reno 12 ফোন সম্পর্কে জানানো হয়েছে।
  • লিক অনুযায়ী কোম্পানি Oppo Reno 12 ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 চিপসেট যোগ করা হবে বলে জানানো হয়েছে।
  • এই ফোনে 16GB RAM এবং 512জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট দেওয়া হতে পারে।
  • লিক অনুযায়ী এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি সহ দ্রুত চার্জ করার জন্য 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল f/1.8 অ্যাপচার সহ প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে।
  • এই ফোনের প্রাইমারি ক্যামেরা লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স f/2.0 অ্যাপচার সহ 2X অপ্টিকল জুম ক্যামেরা দেওয়া হতে পারে।

Oppo Reno 12 এর ডিজাইন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী Oppo Reno 12 ফোন অত্যন্ত হাল্কা এবং পাতলা ডিজাইন দেখা গেছে। এই ফোনে মাইক্রো কার্ভচার ডিসপ্লে সহ পেশ করা হবে।

জানিয়ে রাখি আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই ফোনে 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ স্ক্রিন দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে আইপী65 রেটিং থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here