তিনটি রেয়ার ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামযুক্ত ওপ্পো আর17 প্রোর দাম কমল 6,000 টাকা

ওপ্পো গত বছর ডিসেম্বর মাসে তাদের আর17 প্রো স্মার্টফোন লঞ্চ করে। লঞ্চের মাত্র তিন মাসের মধ্যে ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়। কোম্পানি ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে লঞ্চ করেছিল, যার দাম রাখা হয় 45,990 টাকা।

4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত রিয়েলমি 3 ফ্লিপকার্টে হল লিস্টেড, 4 মার্চ হবে লঞ্চ

রিটেইল স্টোর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওপ্পো আর17 প্রোর দাম 6,000 টাকা কমানো হয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। দাম কমানোর পর এখন ফোনটি 39,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

ওপ্পো আর17 প্রোতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস 6 কোটেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.5 শতাংশ এবং ওপ্পো তাদের এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে।

স‍্যামসাং ভারতে লঞ্চ করল দুটি দুর্দান্ত স্মার্টফোন গ‍্যালাক্সি এ50 ও গ‍্যালাক্সি এ30, এতে আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যাম

এই ফোনের রেয়ার মাউন্টেড টাইম অফ ফিল্ড ক‍্যামেরা দেওয়া হয়েছে যাকে টিওএফ‌ও বলা হয়। ফোনের ক‍্যামেরা লেন্সকে 3ডি ইমেজিঙের জন্য ব‍্যবহার করা যায়। এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 12 মেগাপিক্সেল + 20 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর + 3ডি টিওএফ লেন্স আছে যা ডেপ্থ সেন্সিঙের কাজ করে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ফোনটি কালার ওএস 5.2 যুক্ত যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওতে কাজ করে। ওপ্পো আর17 প্রো কোয়ালকমের নতুন চিপসেট স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটযুক্ত। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 616 জিপিইউ আছে। এতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি আছে।

শাওমির নতুন স্ট্রোক : রেডমি নোট 7 প্রো হল ভারতে লঞ্চ, সঙ্গে রেডমি নোট 7

ওপ্পো আর17 প্রো ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 1,850 এম‌এএইচের ব‍্যাটারী আছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here