8GB RAM সহ লঞ্চ হল নতুন OPPO Reno 9A 5G স্মার্টফোন, দেখে ন্নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • জাপানে লঞ্চ হয়েছে এই ফোনটি।
  • এটি এই সিরিজের চতুর্থ মডেল।
  • এতে Snapdragon 695 যোগ করা হয়েছে।

টেক ব্র্যান্ড ওপ্পো 2022 সালের নভেম্বর মাসে তাদের ‘রেনো 9’ সিরিজের অধীনে OPPO Reno 9 5G, Reno 9 Pro এবং Reno 9 Pro+ ফোনগুলি লঞ্চ করেছিল। প্রায় ছয় মাস কেটে যাওয়ার পর কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Remo 9A 5G লঞ্চ করা হয়েছে এবং নিচে এই ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 8GB RAM সহ ভারতে লঞ্চ হল Xiaomi Pad 6, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO Reno 9A 5G এর দাম

জাপানে 8GB RAM এবং 128GB স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্টে OPPO Reno 9A 5G লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 40,656 ইয়েন যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 24,000 টাকার কাছাকাছি। ফোনটি Moon White এবং Night Black কালারে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি ভারতে এই ফোনটি লঞ্চের আশা নেই বললেই চলে।

OPPO Reno 9A 5G এর স্পেসিফিকেশন

  • 6.4″ FHD+ 90Hz Display
  • Qualcomm Snapdragon 695
  • 8GB RAM + 128GB Memory
  • 48MP Rear Camera
  • 16MP Selfie Sensor
  • 18W 4,500mAh Battery

স্ক্রিন: OPPO Reno 9A 5G তে 2400 × 1080 রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: লঞ্চ হল Infinix Note 30 VIP স্মার্টফোন, 32MP সেলফি ক্যামেরাসহ এতে আছে 5,000mAh ব্যাটারি

প্রসেসর: OPPO Reno 9A 5G তে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে Bigg Boss OTT 2, Rafuchakkar এর মতো একাধিক দুর্দান্ত সিনেমা এবং শো

সেলফি ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ//2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। আরও পড়ুন: গিকবেঞ্চে তালিকাভুক্ত Samsung Galaxy Tab S9 Ultra, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here