8GB RAM সহ ভারতে লঞ্চ হল Xiaomi Pad 6, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Xiaomi Pad 6 এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে।
  • এতে 8840mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • আগামী 21 জুন থেকে এই ট্যাব সেল করা হবে।

Xiaomi আজ ভারতে তাদের শক্তিশালী ট্যাবলেট Xiaomi Pad 6 লঞ্চ করেছে। গত এপ্রিল মাসে এই ট্যাবলেট চীনে লঞ্চ করা হয়েছিল। এতে 144hz রিফ্রেশরেটযুক্ত 11 ইঞ্চির ডিসপ্লে, 8GB RAM, 8840mAh ব্যাটারি, 13 মেগাপিক্সেলের ক্যামেরার মতো কিছু দারুণ ফিচার দেওয়া হয়েছে। এই পোস্টে লেটেস্ট ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল Infinix Note 30 VIP স্মার্টফোন, 32MP সেলফি ক্যামেরাসহ এতে আছে 5,000mAh ব্যাটারি

Xiaomi Pad 6 এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে তাদের এই নতুন ট্যাবলেট দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর বেস মডেল 6GB RAM + 128GB স্টোরেজসহ 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ট্যাবলেটের বড় ভেরিয়েন্ট 28,999 টাকা দামে 8GB RAM এবং 256GB মেমরিসহ পেশ করা হয়েছে। আগামী 21 জুন থেকে mi.com, শপিং সাইট আমাজন এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটের কেনাকাটার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
  • ট্যাবলেট ব্যাবহারের জন্য যারা Xiaomi স্মার্ট পেন সেকেন্ড জেনারেশন কিনতে চান তাদের জানিয়ে রাখি এর দাম 5,999 টাকা। এটিও 21 জুন থেকে সেল করা হবে। এছাড়া এই ট্যাবলেটের স্মার্ট কেসের দাম 1,499 টাকা, এটি প্রোটেক্টিভ কেস হিসাবে কাজ করে এবং এতে মানেটিক টেকনিক ব্যাবহার করা হয়েছে।

Xiaomi Pad 6 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: কোম্পানির এই ট্যাবলেটে 11 ইঞ্চির 2.8K LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে। এই স্ক্রিনটি 144Hz রিফ্রেশরেটে কাজ করে। এতে HDR10+ এবং ডলবি ভিশন রয়েছে।
  • প্রসেসর: নতুন Xiaomi Pad 6 এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর এবং Adreno 650 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Xiaomi Pad 6 এর 6GB LPDDR5 RAM +128GB UFS 3.1 স্টোরেজ এবং 8GB LPDDR5 RAM + 128GB UFS 3.1 মেমরি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ট্যাবলেটে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8840mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এতে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • OS: এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করে।
  • কানেক্টিভিটি: এতে ব্লুটুথ 5.2, Wi-Fi 6 802.11 এবং USB Type-C USB3.2 Gen1 রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here