মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত 9 মাসের গর্ভবতী মহিলা, জেনে নিন কারণ

আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন যতটা প্রয়োজনীয় এবং সুবিধার একটি বস্তুতে পরিণত হয়েছে তেমনই যথেষ্ট সাবধানতার সঙ্গে ব্যাবহার করাও প্রয়োজন। প্রায়ই আমাদের গাফিলতির ফলে বিপদে পড়তে হয় এবং অনেক সময় Mobile Blast এর মতো দুর্ঘটনার শিকারও হতে হয়। আবারও এই ধরনের একটি দুর্ঘটনার কথা জানা গেছে যেখানে 9 মাসের গর্ভবতী এক মহিলা ফোন চার্জ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান এবং তাঁর সঙ্গেই মৃত্যু হয় তাঁর গর্ভে থাকা ভ্রূণের। আরও পড়ুন: Realme GT 5 এর ব্যাক প্যানেলে থাকবে বড় এলইডি লাইট, 28 আগস্ট হবে লঞ্চ

মোবাইল থেকে লাগে কারেন্ট

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ব্রাজিলে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী Jennifer Karolayne নামক এই মহিলা 9 মাসের গর্ভবতী ছিলেন। প্রতিদিনের মতোই তিনি স্নান করে আসেন এবং তারপরেই তিনি ফোন চার্জে বসাতে যান। জেনিফার ফোন হাতে নিয়ে এক্সটেনশন কর্ডের মাধ্যমে সেটি চার্জ করতে যান।

তিনি চার্জিং কেবল ফোনে অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে হঠাৎ কেব্লে কারেন্ট চলে আসে। এতটাই জোরে কারেন্ট লাগে যে জেনিফারের অত্যন্ত জোরালো ঝটকা লাগে। তাঁর চিৎকার শুনে তাঁর স্বামী দউরে আসে এবং তাঁরও শক লাগে। এরপর তিনি জেনিফারকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চার্জিং কেবল থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়েই তাঁর মৃত্যু হয় এবং তাঁর গর্ভে থাকা শিশুটিও মারা যায়। আরও পড়ুন: 29 আগস্ট লঞ্চ হবে ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N3 Flip, কনফার্ম করল কোম্পানি

মোবাইল নিয়ে সতর্ক থাকুন

মোবাইল ফোন ব্যাবহার করার সময় আমাদের সব সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিৎ। অনেক ছোট অবহেলাও আমাদের এবং আমাদের পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নিচে দেওয়া তথ্যগুলি মেনে চলুন:

  • ফোন ওভার চার্জ করবেন না। সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখবেন না।
  • ফোন চার্জ করার জন্য কোম্পানির অরিজিনাল কেবল ব্যাবহার করুন।
  • মোবাইলের আসল চার্জিং অ্যাডপ্টার দিয়েই ফোন চার্জ করুন।
  • ভেজা অবস্থায় কোন মতেই ফোনের ভেতর যেন জল না যায়।
  • কোন কারণে ফোন ভিজে গেলে ফোন পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত চার্জ করবেন না।
  • কখনও নিজে থেকে ফোন খোলার চেষ্টা করবেন না।
  • ফোন গ্রম হয়ে গেলে কিছুক্ষণ ব্যাবহার বন্ধ রাখুন।
  • ফোন অতিরিক্ত গ্রম হলে সমস্ত টাস্ক বন্ধ রেখে সেটি অফ করে রাখুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here