Apple Watch Ultra এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হল Gizmore Vogue স্মার্টওয়াচ, জেনে নিন দাম এবং ফিচার

Highlights

  • Gizmore Vogue এর ডিজাইন অনেকটাই Apple Watch Ultra এর মতো।
  • গিজমোর স্মার্টওয়াচে মেটাল ফ্রেম ডিজাইন ব্যাবহার করা হয়েছে।
  • এই ওয়াচে দুটি ফিজিক্যাল বাটন এবং একটি রোটেটিং ক্রাউন রয়েছে।

Gizmore ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Vogue লঞ্চ করেছে। এই ওয়াচের সবচেয়ে বড় বিশেষত্ব এই ওয়াচটি অ্যাপেলের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টওয়াচ Apple Watch Ultra এর মতো ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। তবে দামের দিক থেকে এটি অ্যাপেল ওয়াচের তুলনায় অনেক সস্তা। এই লেটেস্ট স্মার্টওয়াচে মেটাল ফ্রেমের সঙ্গে অলওয়েজ অন ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। নিচে Gizmore Vogue এর সমস্ত ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত হল 5000mAh ব্যাটারিযুক্ত Samsung Galaxy A24 স্মার্টফোন, শীঘ্রই হবে লঞ্চ

Gizmore Vogue এর ফিচার

Gizmore Vogue ওয়াচে মেটাল কেস দেওয়া হয়েছে। এতে 1.95-ইঞ্চির HD এজ টু এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ব্রাইটনেস 600 নিটস। এই ওয়াচের স্ক্রিন টু বডি রেশিও 91 শতাংশ। এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে। এই ওয়াচে দুটি ফিজিক্যাল বাটন যোগ করা হয়েছে। এর মধ্যে একটি পাওয়ার বাটন এবং অন্যতি রিসেন্ট টাস্ক বাটন। এছাড়াও এতে রোটেটিং ক্রাউন কন্ট্রোলার রয়েছে।

এই ওয়াচে Bluetooth 5.1 কানেক্টিভিটির সঙ্গে কলিং ফিচার রয়েছে। ইউজাররা চাইলে ওয়াচ ব্যাবহার করেই কোন কল অ্যাক্সেপ্ট বাঁ রিজেক্ট করতে পারবেন। এই ওয়াচে Google Assistant এবং Siri সাপোর্ট করে। ডিসটেন্স মনিটর, স্টেপ কাউন্টার এবং ক্যালোরি বার্ন ট্র্যাক করার জন্য এতে GPS ট্র্যাজেক্টরি ফিচার দেওয়া হয়েছে। এই ওয়াচ সাইক্লিং, সুইমিং, ট্রেকিং এর মতো ফিচার সাপোর্ট করে। ফোনের সঙ্গে এই ওয়াচ কানেক্ট করার জন্য ফোনে Vfit অ্যাপ থাকা আবশ্যক। আরও পড়ুন: 2029 সালের মধ্যে ভারতে চলে আসবে 6G, জানালো স্বয়ং দেশের সরকার

হেলথ ফিচার হিসাবে এই ওয়াচে হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং পিরিয়ড ট্র্যাকার রয়েছে। Gizmore Vogue ওয়াচ ইউজারদের মেডিটেশন এবং জল খাওয়ার রিমাইন্ডার পর্যন্ত দেয়। একবার ফুল চার্জ করলে এই ওয়াচ 10 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। তবে ব্লুটুথ কলিং ফিচার ব্যাবহার করলে ব্যাকআপ কমে দুই দিন হয়ে যায়। এই ওয়াচ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

দাম এবং সেল

ভারতে Gizmore Vogue ওয়াচ 2,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে বর্তমানে এই ওয়াচ 1,999 টাকা ইন্ট্রোডাক্টারি প্রাইসে কেনা যাবে। Apple Watch Ultra এর তুলনায় এটি যথেষ্ট অ্যাফোর্ডেবল। Apple Watch Ultra এর বাজারে দাম 89,900 টাকা। গিজমোর ওয়াচ ব্ল্যাক, অরেঞ্জ এবং হোয়াইট কালারে পেশ করা হয়েছে এবং এই ওয়াচ ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। আরও পড়ুন: +92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here