কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত হল 5000mAh ব্যাটারিযুক্ত Samsung Galaxy A24 স্মার্টফোন, শীঘ্রই হবে লঞ্চ

Highlights

  • স্যামসাং ইজরায়েল ওয়েবসাইটে লিস্তেদ হল Galaxy A24 4G স্মার্টফোন।
  • শীঘ্রই মার্কেটে ফোনটি পেশ করা হবে, জানিয়েছে স্বয়ং কোম্পানি।
  • স্যামসাং গ্যালাক্সি এ24 ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে।

ভারতে Samsung Galaxy A34 এবং Samsung Galaxy A54 লঞ্চের পর কোম্পানি এবার তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই নতুন ফোনটি Galaxy A24 নামে পেশ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে Gadgety আপকামিং Galaxy A24 4G ফোনটির এক্সক্লুসিভ ছবি এবং স্পেসিফিকেশন শেয়ার করেছে। অন্যদিকে Samsung Turkish ওয়েবসাইট জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি বাজারে Samsung Galaxy A24 ফোনটি পেশ করা হবে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির সমস্ত স্পেসিফিকেশনও প্রকাশ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: 2029 সালের মধ্যে ভারতে চলে আসবে 6G, জানালো স্বয়ং দেশের সরকার

Samsung Galaxy A24 এর ডিজাইন

আপকামিং Samsung Galaxy A24 ফোনটির ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরাসহ ওয়াটারড্রপ নচ দেখা যাবে। এই ফোনের ডান দিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এই ফোনের বাঁ দিকের প্যানেলে সিম ট্রে দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে তিনটি গোল ক্যামেরা সেন্সর এবং পাশে একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। এছাড়াও এতে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হবে।

Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে স্যামসাং গ্যালাক্সি এ24 এর ব্যাক প্যানেলে ওআইএস সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। ের সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 2MP ম্যাক্রো লেন্স এবং 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। আরও পড়ুন: +92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম

স্যামসাং গ্যালাক্সি এ24 ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিও, 90Hz রিফ্রেশরেট এবং 1000nits পীক ব্রাইটনেসযুক্ত 6.5-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই ডিভাইস কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এবং Adreno 610 GPU তে কাজ করবে বলে শোনা যাচ্ছে। এতে 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ24 ফোনটির ডায়মেনশন 162.1 x 77.6 x 8.3 মিলিমিটার এবং ওজন 195 গ্রাম হবে বলে মনে করা হচ্ছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। খুব তাড়াতাড়ি এই ফোন সম্পর্কে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: 24 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F14 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6000mAh ব্যাটারি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here