2029 সালের মধ্যে ভারতে চলে আসবে 6G, জানালো স্বয়ং দেশের সরকার

ভারতে 5G চালু হয়েছে খুব বেশি দিন হয়নি, তবে এবার ভারতে 6G শুরু করার কথাবার্তা সামনে আসতে শুরু করেছে। আসলে ভারতে 6G চালু করার বিষয়ে একটি বড় আপডেট প্রকাশ করেছে টেলিকম মন্ত্রক। মন্ত্রকের তরফে বলা হয়েছে যে 2029 সাল নাগাদ 6G ভারতে শুরু হয়ে যাবে। এছাড়াও টেলিকম সেক্টরের পরিস্থিতি সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। আরও পড়ুন: +92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম

2029-30 সালের মধ্যে শুরু হয়ে যাবে 6G

ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে ভারত 5G এর ব্যাপারে দ্রুত এগিয়ে যাচ্ছে। এর পর ভারতের চোখ থাকবে 6G এর দিকে। ভারত স্টার্টআপ সামিট এবং এক্সপোর সময় অশ্বিনী বৈষ্ণব মিডিয়াকে জানিয়েছেন যে 2029 সালের মধ্যে ভারতে 6G শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান যে 2029-30 সালের মধ্যে ভারতে 6G পাওয়া যাবে।

টেলিকম মন্ত্রক জানিয়েছে যে ভারতে 5G এর রোল আউট 1 অক্টোবর 2022-এ শুরু হয়েছিল। সেইসময় দেশের 13টি শহরে একসাথে 5G চালু করা হয়। এছাড়াও 2023 সালের ডিসেম্বরের মধ্যে ভারতের 200টি শহরে 5G আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যা এখনও পর্যন্ত তার থেকেও বেশি এগিয়ে গেছে। বর্তমানে দেশের প্রায় 397টি শহরে 5G লাইভ হয়েছে। তিনি আরও জানান যে এখন পর্যন্ত বিশ্বে কেউ এত দ্রুত 5G সম্প্রসারণ দেখেনি। আরও পড়ুন: 24 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F14 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6000mAh ব্যাটারি

একটি রিপোর্ট অনুসারে 2025 সাল নাগাদ ভারতে 300 মিলিয়নেরও বেশি মানুষ 5G ব্যবহার করবে। তবে রিটেল ব্যবসায় যত অগ্রগতি হবে 5G পরিষেবার সম্প্রসারণ তত বেশি এগিয়ে যাবে।

ভারতের আগে পশ্চিমে বার্লিনও 6G-এর টেস্টে সফল হয়েছে। অন্যদিকে LG টেরাহার্টজ(THz) স্পেকট্রাম ব্যবহার করে ট্রান্সমিশন এবং রিসেপশন সফলভাবে প্রদর্শন করেছে। wireless 6G terahertz এর এই টেস্টে ইউরোপীয় রিসার্চ ল্যাব Fraunhofer-Gesellschaft ও অন্তর্ভুক্ত ছিল। টেস্টের সময় একটি বিল্ডিং এর ছাদ থেকে প্রায় 100 মিটার দূরে ডেটা ট্রান্সফার করা হয়েছিল। আরও পড়ুন: Airtel ইউজাররা ফ্রিতে পাবেন আনলিমিটেড 5G ডেটা, জেনে নিন এক্টিভেট করার পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here