Home খবর 82 দিনের জন্য প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা দিচ্ছে এয়ারটেল, লঞ্চ হল এই দুর্দান্ত প্ল্যান

82 দিনের জন্য প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা দিচ্ছে এয়ারটেল, লঞ্চ হল এই দুর্দান্ত প্ল্যান

এয়ারটেল ভারতীয় টেলিকম ইউজারদের তাদের নেটওয়ার্কে আকৃষ্ট করতে তাদের 149 টাকার প্ল্যানটিতে কিছু বদল করেছে‌। এতে এখন 1 জিবির বদলে 2 জিবি ডেটা পাওয়া যাবে। এই আপডেটের পর যে সব ইউজার লম্বা ভ‍্যালিডিটির প্ল্যান খোজেন তাদের জন্য একটি নতুন প্ল্যান এনেছে কোম্পানি। এয়ারটেল 82 দিন ভ‍্যালিডিটির একটি প্ল্যান এনেছে যাতে প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা পাওয়া যাবে।

এই নতুন প্ল্যানটির দাম 558 টাকা। প্ল‍্যানটি শুধুমাত্র প্রিপেইড কাস্টমারদের জন্য। যারা বেশি ভ‍্যালিডিটি চান এবং বেশি পরিমাণে ইন্টারনেট ডেটা ব‍্যবহার করেন তাদের জন্য এই অফারটি উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

3 জিবি করে প্রতিদিনের হিসেবে 82 দিনে মোট 246 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। ইন্টারনেট ডেটা ছাড়াও 82 দিন আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে যা রোমিঙেও কাজ করবে। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

এই মূহুর্তে প্ল‍্যানটি কিছু নির্দিষ্ট সার্কেলে পাওয়া যাচ্ছে যা খুব তাড়াতাড়ি গোটা দেশে উপলব্ধ।হয়ে যাবে। এয়ারটেলের পুরোনো 349 টাকার প্ল‍্যানটিও আপডেট করা হয়েছে। এতে 28 দিন 3 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।