Home টপ সংগ্রহ Airtel এবং Jio শুরু করল 5G পরিষেবা, ভারত সহ এইসব দেশগুলিতে রকেটের স্পিডে চলবে 5G ইন্টারনেট পরিষেবা

Airtel এবং Jio শুরু করল 5G পরিষেবা, ভারত সহ এইসব দেশগুলিতে রকেটের স্পিডে চলবে 5G ইন্টারনেট পরিষেবা

Airtel এবং Jio ভারতে তাদের নিজ নিজ 5G পরিষেবা শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 অক্টোবর, 2022-এ ভারতে 5G পরিষেবা চালু করেছেন। 1 অক্টোবর থেকে, এয়ারটেল দেশের আটটি শহরে (দিল্লি, বারাণসী, নাগপুর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এবং শিলিগুড়ি) তাদের 5G পরিষেবা শুরু করেছে। এবার Jio ও দশেরা থেকে চারটি শহর (মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বারাণসী) এ তাদের 5G পরিষেবা শুরু করেছে। Reliance Jio জানিয়েছে যে তারা 2023 সালের শেষ নাগাদ দেশের সমস্ত অংশে 5G চালু করবে।Airtel বলেছে যে তারা 2024 সালের মার্চের মধ্যে সারা দেশে 5G পরিষেবা শুরু করবে। Vodafone Idea (Vi) এখনও 5G পরিষেবা শুরু করেনি। বর্তমানে, ভারতের মাত্র 9টি শহরে 5G নেটওয়ার্ক রয়েছে। আজকের এই পোস্টে আমি আপনাদের জানিয়ে দেব যে 5G কি এবং কোন সালে কোন দেশে 5G পরিষেবা চালু হয়েছে। আরও পড়ুন: How To Activate Airtel 5G : দেশে শুরু হয়ে গেছে 5G, জেনে নিন Airtel ইউজাররা কিভাবে 5G অ্যাক্টিভেট করবেন

5G কি?

5G হল সেলুলার নেটওয়ার্ক এর পঞ্চম প্রজন্ম। এটি 4G নেটওয়ার্কের চেয়ে 100 গুণ ফাস্ট। এটি মানুষের জন্য এবং ব্যবসার জন্য অনেক সুযোগ নিয়ে আসবে। 5G নেটওয়ার্ক ফাস্ট কানেকশন এর স্পিড, লো লেটেন্সি এবং আরও ব্যান্ডউইথ প্রদান করবে। এটি শিল্প বিপ্লবের সাথে সাথে প্রতিদিনের অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে। এর সাথে ভবিষ্যতের বিভিন্ন পরিষেবা যেমন ই-স্বাস্থ্য, সংযুক্ত যানবাহন এবং ট্রাফিক সিস্টেম, উন্নত মোবাইল ক্লাউড গেমিং এবং ই-শিক্ষা ইত্যাদিতে আরও উৎসাহ প্রদান করা হবে।

5G এর বিশেষত্ব

5G সেইসব রেডিও ফ্রিকোয়েন্সিগুলিতে কাজ করে যা আপনার বর্তমান স্মার্টফোন, Wi-Fi নেটওয়ার্ক এবং স্যাটেলাইট কানেকশনে ব্যবহৃত হয়, তবে এই টেকনোলজিটি অনেক আধুনিক। 5G এর সাহায্যে ইউজাররা কয়েক সেকেন্ডের মধ্যে HD মুভি ডাউনলোড করতে পারবেন।5G-এর সাহায্যে দূর থেকে জিনিসগুলো রিয়েল টাইমে কন্ট্রোল করা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 5G পরিষেবা, এবার থেকে রকেটের স্পীডে চল্বে ইন্টারনেট

ভারতের কোন কোন শহরে 5G আছে?

বর্তমানে, ভারতের 9টি শহরে 5G পরিষেবা শুরু হয়েছে। এর মধ্যে Airtel-এর 5G পরিষেবাগুলি 8টি শহরে এবং Jio-এর 5G পরিষেবাগুলি 4টি শহরে চালু হয়েছে। Airtel এর 5G পরিষেবা দিল্লি, বারাণসী, নাগপুর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়িতে শুরু হয়েছে। অন্যদিকে Jio মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বারাণসীর মতো চারটি শহরে 5G চালু করেছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে থাকবে। একটি অনুমান অনুযায়ী, 2025 সালের মধ্যে সারা বিশ্বে 360 মিলিয়ন 5G কানেকশন থাকবে। 2027 সালের মধ্যে 5G কানেকশন বেড়ে 440 কোটি হবে।

কোন দেশে 5G আছে?

আরও পড়ুন: প্লে স্টোর ডাউনলোড থেকে শুরু করে আপডেট, জেনে নিন প্লে স্টোর এর সাথে সম্পর্কিত সব ডিটেইলস

আরও পড়ুন:165KM রেঞ্জ সহ বাজারে এল Hero এর প্রথম Electric Scooter, জেনে নিন দাম

আরও পড়ুন: আধার কার্ডের সঙ্গে সহজেই আপডেট করুন মোবাইল নম্বর, জেনে নিন উপায়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন