Jio এর আগে Airtel এর 5G প্রস্তুত, জেনে নিন কবে লঞ্চ এবং স্পীড কত

ভারতীয় টেলিকম সেক্টরে এই মুহূর্তের অন‍্যতম বড় প্রতিযোগিতা কোন কোম্পানি সবার আগে গ্ৰাহকদের জন্য 5জি পরিষেবা নিয়ে আসতে পারে। কয়েক দিন আগে রিলায়েন্স জিও আমেরিকায় তাদের 5জি টেকনোলজি সফল ভাবে পরীক্ষা করেছে। এবার এয়ারটেল‌ও এমনটা করতে সক্ষম হয়েছে। তবে জিওর থেকে এক কদম এগিয়ে এয়ারটেল এই টেস্ট করেছে ভারতের টেক সিটি হায়দরাবাদে।

হায়দরাবাদ শহরে একটি কমার্শিয়াল নেটওয়ার্কে সফলতার সঙ্গে লাইভ 5জি প্রদর্শন করে এয়ারটেল এই দিক থেকে দেশের প্রথম টেলিকম কোম্পানির স্থান দখল করেছে। এয়ারটেল বর্তমানে তাদের এই পরীক্ষা 1800 গিগাহার্টস স্পেকট্রামে NSA (নন স্ট‍্যান্ড অ্যালোন) টেকনিকের মাধ্যমে করেছে।

5G ডাউনলোড স্পীড

বর্তমান টেকনোলজির তুলনায় এয়ারটেল 5জি 10× স্পীড, 10× লেটেন্সি এবং 100× কন্সিলার দিতে সক্ষম। উল্লেখ্য, হায়দরাবাদে গ্ৰাহকরা তাদের 5জি ফোনে একটি বড় সাইজের মুভি মাত্র এক সেকেন্ডের মধ‍্যে ডাউনলোড করতে পেরেছে।

এয়ারটেল গ্ৰাহকরা কবে পাবেন 5G?

গ্ৰাহকদের জন্য 5জি পরিষেবা চালু করার প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে পর্যাপ্ত স্পেকট্রাম জারি হলে এবং সরকারের অনুমোদন পেয়ে গেলেই ইউজাররা 5জি পরিষেবা উপভোগ করতে পারবেন। তবে, কোম্পানি এখনও পর্যন্ত কোনো ডেট ঘোষণা করেনি।

এয়ারটেলের এমডি ও সিইও গোপাল বিট্টল জানিয়েছেন, “যেসব ইঞ্জিনিয়াররা আজ টেক সিটি হায়দরাবাদে এই অবিশ্বাস্য কাজ করতে সফল হয়েছে তাদের নিয়ে আমি গর্বিত। হায়দরাবাদে এই গেম চেঞ্জিং টেস্ট দেখার পর ভবিষ্যতের প্রতি ঈশারা করছে। ভারতে আমরা প্রথম এই টেস্ট করেছি এবং আরও একবার আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা যে কোনো নতুন টেকনোলজি আনার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকি।”

কয়েক দিন আগে খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন টেলিকম কোম্পানি যেমন এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও দেশের দূরসঞ্চার বিভাগের ওপর স্পেকট্রামের জন্য চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক টেলিকম ইউনিয়ন (ITU) কিছু দিন আগে নতুন 26 Ghz mm wave এর অনুমোদন দিয়েছে। গোটা বিশ্বের টেলিকম কোম্পানিগুলি এই ব‍্যান্ডের আল্ট্রা ফাস্ট ওয়‍্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস অ্যাডপ্ট করছে।

অন‍্যদিকে টেলিকম কোম্পানিগুলি জানিয়েছে, ITU এর অ্যাপ্রুভ করা নতুন 26 গিগাহার্টস 5জি ব‍্যান্ড NFAP এর তাদের ডকুমেন্টে আপডেট করা উচিত। গ্লোবালি বিভিন্ন মার্কেটে এই ব‍্যান্ড অ্যাডপ্ট করা হচ্ছে এবং ভারতেও এটি আনা দরকার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here