Airtel 5G লঞ্চের আগে জেনে নিন Airtel 4G-এর স্পিড বাড়ানোর দারুণ উপায়, রকেটের স্পিডে চলবে 4G ইন্টারনেট!

Jio 5G লঞ্চের সম্পর্কে তথ্য দেওয়ার একদিন আগে, ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল ভারতে Bharti Airtel এর 5G সার্ভিস লঞ্চের সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন যে অক্টোবরে Airtel 5G লাইভ করা হবে। কিন্তু আপনি যদি বর্তমানে একজন Airtel 4G ইউজার হয়ে থাকেন এবং Android মোবাইল ফোন বা iPhone এ Airtel SIM ব্যবহার করেন এবং সেখানে যদি স্লো 4G ইন্টারনেটের সমস্যায় পড়েন, তাহলে এর জন্য আপনাকে শুধুমাত্র Airtel APN সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। তারপর আপনি আপনার ফোনে ফাস্ট 4G ইন্টারনেট (4G ইন্টারনেট) ব্যবহার করতে পারবেন। এই পোস্টে আমি আপনাদের Airtel APN সেটিংস পরিবর্তন করার পদ্ধতিগুলি জানাবো।

APN কি?

APN এর সম্পূর্ণ নাম হল Access Point Name যা সমস্ত সেলুলার ডেটা কানেকশন এর জন্য প্রধান সেটিং। আপনার ফোন আপনার মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মধ্যে লিঙ্ক অ্যাক্সেস করার জন্য এই সেটিংটি দেওয়া হয়েছে৷ সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি তাদের ইউজারদের ইন্টারনেট পরিষেবাগুলি ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য তাদের নিজস্ব অনন্য APN সেটিংস প্রদান করে। সঠিক APN সেটিং HD ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেম খেলা এবং আরও অনেক কিছুর জন্য আপনার ফোনে ইন্টারনেটের স্পিড বাড়াতে সাহায্য করে।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে Airtel APN সেটিংস এভাবে পরিবর্তন করুন

Airtel APN সেটিংস SMS, অনলাইন এবং মোবাইল সেটিংস ব্যবহার করে পরিবর্তন করা যায়। আপনি যদি দ্রুত 4G এর আনন্দ নিতে চান এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে Airtel APN সেটিংস পরিবর্তন করতে চান, তাহলে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করে আপনারা APN পরিবর্তন করতে পারবেন।

SMS এর মাধ্যমে APN সেটিংস পরিবর্তন করার পদ্ধতি

  • সবার প্রথমে ‘MO’ লিখে পাঠিয়ে দিন 54321 নম্বরে।
  • এর পরে Airtel APN সেটিংস এর একটি SMS পাবেন। সেই SMS টি খুলুন এবং ‘OK’ তে ক্লিক করুন।
  • Android মোবাইল ফোনে দ্রুত 4G ইন্টারনেটের জন্য আপনার মোবাইল রিস্টার্ট করুন।

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে APN সেটিংস পরিবর্তন করার পদ্ধতি

  • এয়ারটেল মোবাইল ইন্টারনেট সেটিংস ওয়েবপেজে যান বা এখানে ক্লিক করুন।
  • মোবাইল নম্বর লিখুন এবং সাবমিট এ ক্লিক করুন।
  • আপনি airtel APN সেটিংস এর SMS পাবেন।
  • SMS টি খুলুন এবং Android মোবাইল ফোনে দ্রুত 4G ইন্টারনেট পেতে সেটিংসটি ডিফল্ট হিসাবে সেভ করুন৷

সেটিংসের মাধ্যমে APN সেটিংস পরিবর্তন করার পদ্ধতি

  • আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেটিংসে যান।
  • মোবাইল নেটওয়ার্কে ক্লিক করুন।
  • Airtel সিম এ ক্লিক করুন।
  • Access Point Names (APN) এ ক্লিক করুন।
  • New APN-এ ক্লিক করুন এবং সমস্ত ডিটেইলস লিখুন ও Save/Done-এ ক্লিক করুন।
  • এই পদ্ধতিগুলো অনুসরণ করলে, আপনি দ্রুত 4G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আইফোনে এয়ারটেল APN সেটিংস পরিবর্তন করার পদ্ধতি

আপনি কি iPhone এ Airtel APN সেটিংস পরিবর্তন করার উপায় খুঁজছেন? আসলে,iPhone এ APN পরিবর্তন করার জন্য আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না। কারণ iPhone স্বয়ংক্রিয়ভাবে ফাস্ট 4G ইন্টারনেট এর জন্য Airtel APN সেটিংস শনাক্ত করে এবং কনফিগার করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here