Calling এবং SMS সহ Airtel পেশ করল দুটি রিচার্জ প্ল্যান, জেনে নিন ডিটেইলস

ভারতে দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভারতীয় এয়ারটেইল তাদের গ্রাহকদের খুশি করার জন্য দুটি পকেট-ফ্রেন্ডলি প্ল্যান লঞ্চ করেছে। যেসব ইউজারদের শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের বেনিফিট প্রয়োজন হয়, এই নতুন প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। যারা ইন্টারনেট বেশি ব্যাবহার করেন না বা তাদের ফিচার ফোন রয়েছে যাতে ইন্টারনেট চলে না, তাদের জন্য এই প্ল্যানটি বেস্ট অপশন।

Airtel এর লঞ্চ হওয়া দুটি Calling এবং SMS সহ প্ল্যান

এয়ারটেইলের পক্ষ থেকে প্ল্যান দুটি 499 টাকা এবং 1,959 টাকা দামে লঞ্চ করা হয়েছে। যেসব ইউজাররা শুধুমাত্র কল এবং এসএমএসের জন্য রিচার্জ করতে চান, তাদের জন্য কম দামের এই প্ল্যানটি দুর্দান্ত অপশন। যদি গ্রাহকরা ডেটার ঝামেলা থেকে মুক্তি পেতে চান এবং কোনো ধরনের চিন্তা ছাড়াই ভয়েস কল এবং এসএমএসের বেনিফিট উপভোগ করতে চান, তাহলে এয়ারটেইলের প্ল্যানটি দুটি রিচার্জ করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লঞ্চ হওয়া এয়ারটেইলের রিচার্জ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

Airtel এর নতুন ভয়েস কল এবং এসএমএস প্ল্যানের বিশেষত্ব

দেশের বিখ্যাত টেলিকম কোম্পানি এয়ারটেইল তাদের ইউজারদের জন্য দুটি বাজেট-ফ্রেন্ডই প্ল্যান লঞ্চ করেছে। যেসব ইউজাররা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যান দুটি ডিজাইন করা হয়েছে। নিচে এই প্ল্যানগুলির বেনিফিট ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Airtel এর 499 টাকা দামের রিচার্জ প্ল্যান

এয়ারটেইলের 499 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটি সহ লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 900 এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা এয়ারটেইলের রিওয়ার্ডস হিসেবে 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কল এবং বিনামূল্যে হ্যালো টিউন সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। আগে এই ক্যাটাগরিতে 509 টাকা দামের প্ল্যানে 6GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস এবং ফ্রি ভয়েস কল বেনিফিট পাওয়া যেত। এবার প্ল্যানের দাম 10 টাকা কমিয়ে, নতুন প্ল্যানে ডেটা বেনিফিট সরিয়ে এবং এই প্ল্যানটি আরও বেশি সাশ্রয়ী হয়ে গেছে।

জানিয়ে রাখি আগে এই ক্যাটাগরিতে 509 টাকা দামের রিচার্জ প্ল্যান ছিল, এই প্ল্যানে 6GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস এবং ফ্রি ভয়েস কল বেনিফিট পাওয়া যেত। এবার প্ল্যানের দাম 10 টাকা কমিয়ে, নতুন প্ল্যানে ডেটা বেনিফিট সরিয়ে শুধুমাত্র এসএমএসের উপর নজর দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির অফিসিয়াল সাইট থেকে 509 টাকা দামের প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছে।

Airtel এর 1,959 টাকা দামের রিচার্জ প্ল্যান

যেসব ইউজাররা এয়ারটেইলের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য 1,959 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি ভালো অপশন হতে চলেছে। এই প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল এবং 3,600 এসএমএসের বেনিফিট পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কল এবং বিনামূল্যে হ্যালো টিউন সাবস্ক্রিপশন উপভোগ কর যাবে।

আগের এই সেগমেন্টে প্ল্যানের দাম 1,999 টাকা ছিল, এই প্ল্যানে 24GB ডেটা এবং প্রতিদিন 100 এসএমএসের সুবিধা পাওয়া যেত। এবার এই নতুন প্ল্যানের দাম 40 টাকা কমিয়ে, শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে কোম্পানির অফিসিয়াল সাইট থেকে 1,999 টাকা দামের প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছে।

এই প্ল্যানের নতুনত্ব

এয়ারটেলের এই নতুন প্ল্যানগুলি TRAI (ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি)-এর নির্দেশনা অনুযায়ী লঞ্চ করা হয়েছে। যেসব ইউজাররা ইন্টারনেট কম ব্যবহার করেন বা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের জন্য রিচার্জ করতে চান, সেইসব ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী ভালোভাবে এই প্ল্যানগুলি উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here