Airtel লঞ্চ করল 398 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যান, পাওয়া যাবে হটস্টার সাবস্ক্রিপশন

সস্তা প্রিপেইড প্ল্যানের সঙ্গে হটস্টার প্রেমীদের জন্য দেশের দ্বিতীয় টেলিকম কোম্পানি Airtel 398 টাকা দামের একটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে। ইউজারদের ডিজিটাল ও এন্টারটেইনমেন্টের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই নতুন প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের পাশাপাশি প্রতিদিন 2GB ডেটা ও 100 এসএমএস দেওয়া হবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।

এয়ারটেলের 398 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

  • এয়ারটেলের 398 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের পাশাপাশি প্রতিদিন 2GB আনলিমিটেড 5G ডেটা, ডেইলি 100টি এসএমএস এবং 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
  • দৈনিক 2GB ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64Kbps স্পীডে আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে।
  • যেসব ইউজাররা 5G ডিভাইস ব্যাবহার করেন এবং 5G কভারেজ এরিয়াতে থাকেন তাঁরা আনলিমিটেড 5G ডেটা পাবেন।
  • এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউনের সুবিধা দেওয়া হয়। গ্রাহকরা প্রতি মাসে একটি করে ফ্রি হ্যালো টিউন সেট করতে পারবেন।
  • এই প্ল্যানটি রিচার্জ করে 28 দিনের জন্য হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা লাইভ স্পোর্টস, ব্লকবাস্টার মুভি এবং জনপ্রিয় ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন।
  • কোম্পানি জানিয়েছে এই প্ল্যানটি ইউজারদের সাধারণ কানেক্টিভিটি প্রয়োজনের পাশাপাশি বিনোদনের চাহিদার কথা মাথায় রেখে পেশ করা হয়েছে।

জানিয়ে রাখি Airtel Thanks App এর মাধ্যমে এয়ারটেল হ্যালো টিউন অ্যাক্টিভেট করা যায়। এছাড়াও সম্প্রতি এয়ারটেল তাদের Spam Fighting Network Initiative এর মাধ্যমে ইঙ্কামিং স্প্যাম কল ও এসএমএসের জন্য স্প্যাম অ্যালার্ট পরিষেবা দেওয়া শুরু করেছে।

রিলায়েন্স জিও নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান

রিলায়েন্স জিও তাদের প্রিপেইড ইউজারদের জন্য 2025 টাকা দামের নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন FUP লিমিট সহ 2.5GB করে মোট 500GB 4G ডেটা, আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 200 দিন এবং এতে জিওস্যুট অ্যাপ (যেমন JioTV, JioCinema, JioCloud) এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যানে 2,150 টাকা দামের কুপন দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি গত 11 ডিসেম্বর, 2024 থেকে 11 জানুয়ারি, 2025 এর মধ্যে রিচার্জ করতে হবে। ইউজাররা রিলায়েন্স জিওর ওয়েবসাইট এবং MyJio অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here