টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর পেশ করা গত অক্টোবর মাসের টেলিকম সাবস্ক্রিপশন অনুযায়ী এয়ারটেল আরও একবার 3.67 মিলিয়নেরও বেশি নতুন মোবাইল গ্ৰাহক পেয়ে রিলায়েন্স জিওকে পেছনে ফেলে এগিয়ে গেছে। এয়ারটেল জিওর তুলনায় 1.45 মিলিয়ন বেশি গ্ৰাহক পেয়েছে। জিও অক্টোবর মাসে 2.22 মিলিয়ন নতুন গ্ৰাহক পেতে সক্ষম হয়েছে। এয়ারটেল তাদের নেটওয়ার্কের 96.74 শতাংশ অ্যাক্টিভ ইউজারদের সঙ্গে সক্রিয় গ্ৰাহকদের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য স্থান পেয়েছে।
আরও পড়ুন: সামনে এল Samsung Galaxy A72 4G সম্পর্কে বড় তথ্য, জেনে নিন ফিচার
অক্টোবরের আগে গত সেপ্টেম্বর মাসে চার বছর পর নতুন সাবস্ক্রাইবার পাওয়ার দিক থেকে টপ হয়েছে। ট্রাইয়ের দেওয়া নতুন হিসাব থেকে জানা গেছে অক্টোবর মাসে এয়ারটেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা 330.28 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে, যা সেপ্টেম্বরে 326.66 মিলিয়ন ছিল। দীর্ঘ দিন পর এয়ারটেল রীতিমতো রেকর্ড পরিমাণ 3.67 মিলিয়ন নতুন ইউজার পেয়েছে।
অন্যদিকে জিও অক্টোবর মাসে 406.35 মিলিয়ন ইউজার বেসের সঙ্গে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির জায়গা ধরে রেখেছে। সেপ্টেম্বরে জিওর গ্ৰাহক সংখ্যা ছিল 404.12 মিলিয়ন।
আরও পড়ুন: লঞ্চের আগেই জানা গেল OnePlus 9 Lite এর দাম, শক্তিশালী প্রসেসরের সঙ্গে।আসবে মার্কেটে
এয়ারটেল ও জিও ছাড়া Vi (Vodafone Idea) 2.65 মিলিয়ন ইউজার হারিয়ে সেপ্টেম্বরের 295.49 মিলিয়ন গ্ৰাহক সংখ্যা অক্টোবরে 292.83 মিলিয়ন হয়ে যায়। একইভাবে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL 10,215 জন ইউজার হারিয়েছে যাদের মোট ইউজার বেস ছিল 118.88 মিলিয়ন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন