Airtel কিছু প্ল‍্যানের দাম বাড়ালো আবার কিছু প্ল‍্যান বন্ধ করলো, এখানে জেনে নিন Postpaid Plans এ হ‌ওয়া বদল সম্পর্কে সবকিছু

ভারতের দ্বিতীয় সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি ভারতীয় Airtel শুক্রবার ভারতে নিজের গ্রাহকদের জন্য পোস্টপেইড প্ল‍্যানে বড়ো বদল করেছে। কোম্পানির পক্ষ থেকে কিছু পোস্টপেইড প্ল‍্যানের দামের সাথে পাওয়া বেনিফিটেও বদল করেছে। কোম্পানি কিছু প্ল‍্যান বন্ধ করেছে আবার কিছু প্ল‍্যানের দাম‌ও বাড়িয়েছে। আবার দাম বাড়ানোর সাথেই কোম্পানি প্ল‍্যানে পাওয়া ডেটাও বাড়িয়েছে। আসুন আগে আপনাকে এয়ারটেলের বন্ধ হ‌ওয়া প্ল‍্যান আর দামি হ‌ওয়া প্ল‍্যান গুলি সম্পর্কে জানাই সবকিছু।

Bharti Airtel দামি করলো Corporate Plans

এয়ারটেল কর্পোরেট ইউজার্সদের জন্য পোস্টপেইড প্ল‍্যান যেমন 199 টাকা আর 249 টাকায মধ্যে‌র প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এখন কর্পোরেট গ্রাহকদের জন্য এন্ট্রি লেভেল প্ল‍্যান 299 টাকা থেকে শুরু হবে। সব গ্রাহকদের এখন আগামী বিলিং সাইকেলে 299 টাকায় শিফ্ট করে দেওয়া হবে। আসুন আগে আপনাকে বলি যে কোম্পানি প্ল‍্যানের দাম বাড়ানোর সাথে কি বেনিফিট বাড়িয়েছে।

  • Airtel এর 299 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানের সাথে ইউজার্স 30GB ডেটা, আনলিমিটেড কল, এয়ারটেল কল ম‍্যানেজার সহ বিজনেস টুল, Wynk Music অ্যাপ, Airtel Xstream অ্যাপ সহ অন‍্যান‍্য এয়ারটেল থ‍্যান্ক্সের সুবিধা পাবে।
  • Airtel এর 349 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানের কথা বললে এতে 40জিবি ডেটা, আনলিমিটেড কল আর উইন্ক মিউজিক অ্যাপ, এয়ারটেল এক্সট্রিম অ্যাপ সহ এয়ারটেল থ‍্যান্ক্সের সুবিধা পাবে।
  • Airtel এর 399 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানে 60 জিবি ডেটা, আনলিমিটেড কল, বিজনেস টুলের মতো ট্রেসমেট, গুগল ওয়ার্কপ্লেস আর এয়ারটেল কল ম‍্যানেজার, এছাড়া এয়ারটেল থ‍্যান্ক্স অ্যাপের সুবিধাও পাওয়া যাবে।
  • Airtel এর 499 টাকার প্ল‍্যান: যদি এই প্ল‍্যানের কথা বলা হয় তাহলে এতে 100 জিবি ডেটা, আনলিমিটেড কল বিজনেস টুলের মতো ট্রেসমেট, গুগল ওয়ার্কপ্লেস আর এয়ারটেল থ‍্যান্ক্স অ্যাপের সুবিধা পাওয়া যাবে।
  • Airtel এর 1599 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানের সাথে আনলিমিটেড কল বিজনেস টুলের মতো ট্রেসমেট, 500 জিবি ডেটা, গুগল ওয়ার্কপ্লেস আর অন‍্যান‍্য প্ল‍্যানের মতোই এয়ারটেল থ‍্যান্ক্স অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

Airtel বন্ধ করলো এই প্ল‍্যান গুলি

এয়ারটেল নতুন গ্রাহকদের জন্য 749 টাকার ফ‍্যামিলি পোস্টপেইড প্ল‍্যান কোম্পানির পক্ষ থেকে বন্ধ করে দিয়েছে আর এর বদলে কোম্পানি 999 টাকার প্ল‍্যান পেশ করেছে যা শুধুমাত্র ফ‍্যামিলি পোস্টপেইড প্ল‍্যান, যার মধ্যে ডেটা বেনিফিট‌ও আছে। ভারতীয় এয়ারটেলের 749 টাকার প্ল‍্যানে দুটি ফ্রি অ্যাড-অন কানেকশন পাওয়া যেত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here