Starlink-এর কপালে দুশ্চিন্তার ভাঁজ! স্যাটেলাইট ইন্টারনেটের জন্য প্রস্তত Airtel, অপেক্ষা শুধু একটি দিকের

যারা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর! এলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্কের পক্ষ থেকে ভারতে তাদের সার্ভিস শুরু করার আগেই এয়ারটেল তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে। সম্প্রতি ANI এর কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ভারতী মিত্তল জানিয়েছেন তাদের স্যাটেলাইট টেলিকম সার্ভিস প্রস্তত হয়ে গেছে এবং এখন শুধুমাত্র কেন্দ্র সরকারের অনুমতির অপেক্ষা।

সরকারের অনুমতির অপেক্ষা

রিপোর্ট অনুযায়ী এয়ারটেল গুজরাট এবং তামিলনাড়ুতে তাদের বেস স্টেশনের কাজ কমপ্লিট করে নিয়েছে এবং এখন শুধুমাত্র সার্ভিস শুরু করার জন্য অনুমতির অপেক্ষা করা হচ্ছে। লঞ্চ টাইমলাইন সম্পর্কে কথা ব্লার সময় জানানো হয়েছে প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গেলেই ভারতে স্যাটেলাইট সার্ভিস শুরু করে দেওয়া হবে।

দাম হবে সাধ্যের মধ্যে

ইতিমধ্যে এয়ারটেল 635 স্যাটেলাইট লঞ্চ করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পরিষেবা দিয়ে চলেছে। দাম প্রসঙ্গে বলা হয়েছে কোম্পানি বিভিন্ন দূরবর্তী এলাকায় “সঠিক দাম” এর বিনিময়ে পরিষেবা দেওয়ার কথা ভাবছে।

প্রতিযোগিতার মুখে স্টারলিঙ্ক

এয়ারটেলের এই পদক্ষেপ স্টারলিঙ্কের সামনে নতুন প্রতিদ্বন্দিতা সৃষ্টি করবে। জানিয়ে রাখি বর্তমানে স্টারলিঙ্ক ভারতের বাজারে আসার পরিকল্পনা করে চলেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানি সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছে। এছাড়া স্টারলিঙ্কের সার্ভিসের দামও বেশি হতে পারে।

রিপোর্ট অনুযায়ী টেলিকম ডিপার্টমেন্ট শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের জন্য স্পেকট্রাম অ্যালটমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সরকারের লোকসভায় শীতকালীন সভায় এই বিষয়ে জানানো হয়েছে। গত বছর 8 নভেম্বর TRAI এর পক্ষ থেকে পরিষেবা দেওয়া এবং বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে জিও এবং এয়ারটেলের চাপ দেওয়া সত্ত্বেও সরকার যথাযথ নিয়ম মেনে স্পেকট্রাম অ্যালটমেন্ট করবে। এইসব কোম্পানিগুলি টেরেস্টিয়াল স্পেকট্রামের মতোই নিলাম পদ্ধতিতে অ্যালটমেন্ট করার দাবি জানিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here