Amazon Great Freedom Festival 2024 sale: স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ, কম দামে পাওয়া যাচ্ছে এইসব ফোন

গতকাল অর্থাৎ 6 আগস্ট, 2024 থেকে Amazon Great Freedom Festival Sale 2024 শুরু হয়ে গেছে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে আলাদা আলাদা প্রোডাক্টে অসাধারণ ডিল পাওয়া যাচ্ছে। আমাজনে বর্তমানে বিভিন্ন স্মার্টফোনের দামে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আমাজনে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও ইএমআই এর মাধ্যমে কেনাকাটা করলেও ছাড় উপভোগ করা যাবে। নিচে সেল উপলক্ষে স্মার্টফোনের ওপর কিছু আকর্ষণীয় ডিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Apple iPhone 13 (128GB)

Deal price

Apple iPhone 13 ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে স্মার্ট HDR 4, নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার রয়েছে। একইভাবে হাই কোয়ালিটি সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার সহ 12MP ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। A15 Bionic প্রসেসর সহ এই ফোনটি স্মুথ মাল্টি টাস্কিং এবং হেভি প্রসেসিং করতে সক্ষম।

  • সেলিং প্রাইস: 59,600 টাকা
  • অফার প্রাইস: 47,799 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

realme NARZO 70x 5G

Realme NARZO 70x 5G ফোনে 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট দেওয়া হয়েছে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর রয়েছে। এই ফোনটি TÜV SÜD সার্টিফাইড। এই ফোনের 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দারুণ ছবি ক্লিক করতে সক্ষম। ফোনের ডুয়েল স্টেরিও স্পিকার দারুণ সাউন্ড কোয়ালিটি দিতে পারে। এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।

  • সেলিং প্রাইস: 17,999 টাকা
  • অফার প্রাইস: 11,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Redmi 13C 5G

Redmi 13C 5G ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ 5G প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের, এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 0.612μm পিক্সেল সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে।

  • সেলিং প্রাইস: 13,999 টাকা
  • অফার প্রাইস: 9,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

POCO M6 Pro 5G

POCO M6 Pro 5G ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.79-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 50MP + 2MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসরে রান করে। এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

  • সেলিং প্রাইস: 16,999 টাকা
  • অফার প্রাইস: 9,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Galaxy S21 FE 5G

Samsung Galaxy S21 FE 5G ফোনটিও এই সেলে আকর্ষণীয় দামে কেনা যাবে। এতে 120Hz রিফ্রেশরেট সহ 6.4-ইঞ্চির FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে এআই সিঙ্গেল টেক, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং 30X স্পেস জুম সহ প্রো-গ্রেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে ডুয়েল পিক্সেল AF সহ 12MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার সহ 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে স্যামসাঙ ডিএক্স কানেক্টিভিটি, স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস ফিচার রয়েছে।

  • সেলিং প্রাইস: 74,999 টাকা
  • অফার প্রাইস: 24,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

iQOO Z9 Lite 5G

iQOO Z9 Lite ফোনটি কিছু দিন আগে লঞ্চ হওয়া একটি বাজেট ক্যাটাগরির ডিভাইস। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই সেগেমেন্টেও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে ডুয়েল 5G সিম সাপোর্টেড MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে।

  • সেলিং প্রাইস: 14,499 টাকা
  • অফার প্রাইস: 9,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

realme NARZO N61

Realme NARZO N61 ফোনটি একটি অসাধারণ বাজেট স্মার্টফোন অপশন। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে মেটাল ফ্রেম এবং IP54 রেটিং রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 32MP সুপার ক্লিয়ার ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটি UNISOC T612 চিপসেটে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 8,999 টাকা
  • অফার প্রাইস: 6,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

OnePlus Nord 4 5G

এই ফোনটি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। OnePlus Nord 4 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট ও 1,240 x 2,772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির ফ্লুইড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 4 বছর অ্যান্ড্রয়েড এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটিতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে।

  • সেলিং প্রাইস: 29,999 টাকা
  • অফার প্রাইস: 27,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Galaxy M35 5G

Samsung Galaxy M35 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফতগ্রফাইর জন্য এতে 50MP OIS সেন্সর রয়েছে এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করেছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 24,499 টাকা
  • অফার প্রাইস: 20,425 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

HMD Crest 5G

ভারতের বাজারে সম্প্রতি বাজেট ক্যাটাগরির HMD Crest 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Unisoc T760 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 18,999 টাকা
  • অফার প্রাইস: 12,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here