খালে পড়া Apple iPhone 12 Pro তোলা হল মাছ ধরার রড দিয়ে, ভাঙেওনি আবার খারাপ‌ও হয়নি

অ্যাপেল শুধুমাত্র ভারে নয়, ধারেও কাটে। আমরা নয় বরং আইফোনের মজবুতি স্বয়ং এই কথার প্রমাণ দেয়। প্রায়ই শোনা যায় অ্যাপেল আইফোন জল বা কাদায় বা উঁচু কোনো বিল্ডিং থেকে পড়ার পরেও কোনো ক্ষতি হয়নি এবং ব‍্যাটারিও ঠিকঠাক কাজ করছে। এমনই একটি ঘটনার কথা শোনা গেছে যেখানে একটি Apple iPhone 12 Pro খালে পরে যায় এবং কয়েক ঘন্টার খাটাখাটনির পর চুম্বকের সাহায্যে বাইরে বের করা হয়। দীর্ঘ সময় ধরে জল, মাটি-কাদায় গেঁথে থাকার পর‌ও ফোনের কোনো ক্ষতি হয়নি এবং সেটি ঠিকঠাক কাজ করছিল।

জার্মানির বার্লিনে এই ঘটনা ঘটেছে যেখানে এক ব‍্যাক্তির দামি Apple iPhone 12 Pro ভুল করে জল ও কাদা ভর্তিএকটি খালে পড়ে যায় এবং ফোনের MagSafe ফিচারের মাধ্যমে এটি অক্ষত বের করে আনা হয়। শুনে অবাক হতে হয় একটি মাছ ধরার রড ব‍্যবহার করে এই আইফোনটি বের করে আনা হয়‌। এক ইউজার টুইটারের মাধ্যমে এই ঘটনার কথা শেয়ার করেছেন।

চুম্বকে আটকে Apple iPhone 12 Pro

ফেড্রিক তাঁর টুইটারের মাধ্যমে জানিয়েছে তাঁর বন্ধুর কাছে নতুন Apple iPhone 12 Pro ছিল। কয়েক দিন আগে ভুলবশত ফোনটি একটি খালে পড়ে যায়। রাতের অন্ধকারে ফোনটি ঠিক করে দেখা যাচ্ছিল না। তার থেকেও বড় কথা খালের সেই অংশে যথেষ্ট মাটি কাদা এবং গভীরতাও ছিল 3 ফুটের কাছাকাছি। তাই খালে নেমেও ফোন পাওয়া সম্ভব নয়।

Apple iPhone 12 Pro ইউজার এবং তাঁর বন্ধু দুজন মিলে কয়েক ঘন্টা ধরে চেষ্টা করেও ফোনটি খুঁজে পাননি। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর ফেড্রিকের মনে পড়ে Apple iPhone 12 Pro তে MagSafe নামের একটি ফিচার থাকে যা চুম্বকীয় শক্তিসম্পন্ন। এরপর বুদ্ধি করে তিনি একটি একটি মাছ ধরার রডের মাথায় চুম্বক বেঁধে নেয়। এরপর সেই ফিশিং রড খালে ফেলা হয়।

চুম্বক বাঁধা ফিশিং রড জলে ডোবানোর পর Apple iPhone 12 Pro ফোনটি MagSafe ফিচারের ফলে ফোনটি আকর্ষিত হয় এবং রডে আটকে যায়। রডের ওজন কিছুটা বেশি মনে হ‌ওয়ায় সঙ্গে সঙ্গে তারা রড জল থেকে বের করে দেখে। তাদের বুদ্ধি সত্যিই কাজে আসে এবং চুম্বকের সাহায্যে Apple iPhone 12 Pro বের করা সম্ভব হয়। এভাবে ফোটো কাদা থেকে বের করে ইউজার নিজেই অবাক হয়ে গেছেন। এটি শুধুমাত্র ফোনের MagSafe ফিচারের কারণে সম্ভব হয়েছে।

জল ও কাদা থেকেও সুরক্ষিত আইফোন

Apple iPhone 12 Pro ফেরত পেয়ে অত‍্যন্ত খুশি হয়ে ইউজার জানিয়েছেন  যেমন জলকাদায় পড়ে থেকে কোনো ক্ষতি হয় না এবং ঠিকঠাক কাজ করছে তেমনই আবার ব‍্যাটারিও মাত্র কয়েক শতাংশ কমেছে। অর্থাৎ একদিকে ফোনের MagSafe ফিচার ফোনটিকে জলের বাইরে বের করেছে অন‍্যদিকে ফোনের বিল্ড কোয়ালিটি একে জলকাদার হাত থেকে বাঁচিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here