Apple TV+ এর ওয়েব সিরিজ Ted Lasso তে দেখা গেল iPhone 13 এর ঝলক, পাওয়া যাবে নচলেস ডিসপ্লে

Apple সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি সেপ্টেম্বর মাসে নিজের আপকামিং iPhone 13 লাইন‌আপ লঞ্চ করতে পারে। iPhone 13 সিরিজের একটি মডেলকে নচলেস ডিসপ্লে ডিজাইনের সাথে Apple এর নিজের পপুলার ওয়েব সিরিজ Ted Lasso তে স্পট করা গেছে। এই কথার সম্ভাবনা খুব কম যে অ্যাপেল নিজের ওয়েব সিরিজের মাধ্যমে আপকামিং স্মার্টফোনে‌র ডিজাইন ভুল করে দেখাবে। আরো একবার অ্যাপেলের আপকামিং ফোনের কথা বললে এটি Ted Lasso এর সেকেন্ড সিরিজের ষষ্ঠ এপিসোড যার টাইটেল The Signal এ দুটি সিনে দেখা গেছে। এই ফোনে iOS এর ইউজার ইন্টারফেস আর নচ দেখা যাচ্ছে না।

আপকামিং iPhone এ কি নচ পাওয়া যাবে না?

ওয়েব সিরিজের দুটি সিনের মধ্যে একটিতে সাইড অ্যাঙ্গেল থেকে আর তারপরে ডিসপ্লে দেখানো হয়েছে যার ডিসপ্লেতে নচ দেওয়া নেই। এটি বলা কঠিন হবে যে শটে ক‍্যামেরা অ্যাঙ্গেলের কারনে ডিসপ্লের নচ দেখা যায়নি। আপনি উপর থেকে ফোটো দেখে নিজেই আন্দাজ করতে পারবেন। এও সম্ভব যে অ্যাপেল আপকামিং আইফোনের ডিজাইন লোকানোর জন্য কিছু স্পেশাল এফেক্টের সাহায্যে এরকম করেছে। এমতাবস্থায় তর্ক‌ও হতে পারে যে Apple এরকম করার বদলে কাস্ট মেম্বারদের iPhone 12 সিরিজের ফোন দিতে পারতো।

iPhone 13 এ ছোট নচ থাকবে (রুমার্স)

Apple IPhone X এর লঞ্চের পরে থেকেই কোম্পানি নিজের ফোনে ফেস‌আইডির জন্য ডিসপ্লেতে বড়ো নচ অফার করে। আপকামিং iPhone 13 সম্পর্কে এখনো পর্যন্ত সামনে আসা রুমার্স আর রিপোর্ট বলছে যে iPhone 13 এ ছোট নচ থাকবে। কিন্তু নচ পুরোপুরি তুলে নেওয়া অসম্ভব। অথচ এই কথার এখনো সম্ভাবনা আছে যে অ্যাপেল আপকামিং iPhone এর ডিসপ্লে থেকে ফেস‌আইডি রিমুভ করে আন্ডার ডিসপ্লে টাচ সেন্সর দিয়ে নচ পুরোপুরি রিমুভ করে দিতে পারে।

অ্যাপেলের আপকামিং iPhone সম্পর্কে দাবি গুলি কতটা সত্যি তার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। কারন আশা করা হচ্ছে যে অ্যাপেলের আপকামিং সিরিজ‌কে সেপ্টেম্বরে‌র শেষ পর্যন্ত লঞ্চ করে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here