মাত্র 3,200mAh Battery পাওয়া যাবে iPhone 14 Pro-তে! জেনে নিন অন্যান্য মডেলের ব্যাটারি ক্যাপাসিটি

Apple iPhones এর ভক্ত থেকে ইউজার সকলেই জানের কোম্পানি নতুন আইফোন লঞ্চের সময় সেইসব ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর ও স্টোরেজ অপশনের কথা জানালেও কখনই iPhones Battery সম্পর্কিত তথ্য শেয়ার করে না। এবারের iPhone 14 Series লঞ্চের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কিন্তু এবার একটি রিপোর্টের মাধ্যমে আইফোন 14 সিরিজের ব্যাটারি সম্পর্কে জানা গেছে এবং জেনে অবাক হতে হয় যে iPhone 14 Pro তে মাত্র 3,200mAh Battery দেওয়া হয়েছে।

Battery capacity of iPhone 14 series

iPhone 14 = 3,279mAh
iPhone 14 Plus = 4,325mAh
iPhone 14 Pro = 3,200mAh
iPhone 14 Pro Max = 4,323mAh

লিস্টে চোখ রাখলে দেখা যায় সিরিজের বেস মডেল iPhone 14 ফোনটিতে 3,279mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এরপর iPhone 14 Plus সিরিজে 4,325mAh ব্যাটারি রয়েছে। সিরিজের প্রো মডেল অর্থাৎ iPhone 14 Pro ফোনটিতে 3,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা এই সিরিজের মধ্যে সবচেয়ে কম। এছাড়া সিরিজের সবচেয়ে বড় মডেল iPhone 14 Pro Max ফোনটিতে 4,323mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Battery capacity of iPhone 13 series

জানিয়ে রাখি কোম্পানির এর আগের iPhone 13 সিরিজের Apple iPhone 13 mini ফোনে 2,406mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং iPhone 13 ফোনটি 3,227mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছিল। সিরিজের প্রো মডেল অর্থাৎ iPhone 13 Pro তে 3,095mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এছাড়া সিরিজের সবচেয়ে বড় মডেল অর্থাৎ iPhone 13 Pro Max ফোনটিতে 4,352mAh দেওয়া হয়েছিল।

iPhone 14 Series Price in India

iPhone 14 India Price

iPhone 14 128GB = 79,900 টাকা
iPhone 14 256GB = 89,900 টাকা
iPhone 14 512GB = 1,09,900 টাকা

iPhone 14 Plus India Price

iPhone 14 Plus 128GB = 89,900 টাকা
iPhone 14 Plus 256GB = 99,900 টাকা
iPhone 14 Plus 512GB = 1,19,900 টাকা

iPhone 14 Pro India Price

iPhone 14 Pro 128GB = 1,29,900 টাকা
iPhone 14 Pro 256GB = 1,39,900 টাকা
iPhone 14 Pro 512GB = 1,59,900 টাকা
iPhone 14 Pro 1TB = 1,79,900 টাকা

iPhone 14 Pro Max India Price

iPhone 14 Pro Max 128GB = 1,39,900 টাকা
iPhone 14 Pro Max 256GB = 1,49,900 টাকা
iPhone 14 Pro Max 512GB = 1,69,900 টাকা
iPhone 14 Pro Max 1TB = 1,89,900 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here