Apple iPhone SE2 এর কাজ শুরু হবে জানুয়ারিতে, মার্চ মাসে হবে সেল

Apple তাদের নতুন আইফোন ডিভাইস iPhone SE2 ফোনটিতে কাজ করছে, এবং এই ডিভাইস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। ইতিমধ্যে Apple iPhone SE2 নামের সঙ্গে সঙ্গে এর দাম সম্পর্কেও জানা গেছে। এবার একটি নতুন খবর পাওয়া গেছে যেখানে Apple iPhone SE2 ফোনটির লঞ্চ ও সেল ডেটের সঙ্গে এর কালার ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। 

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Moto G8 Plus, দাম 13,999 টাকা

Apple iPhone SE2 সম্পর্কে এই আগের তথ্য বিখ্যাত টিপস্টার ও অ্যাপেল বিশেষজ্ঞ Ming-Chi Kuo শেয়ার করেছেন। এবারও ফোনটি সম্পর্কে নতুন তথ্য কুওই জানিয়েছেন। ইন্টারনেটে তথ্য শেয়ার করে কুও জানিয়েছেন Apple iPhone SE2 2020 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে প্রোডাকশন শুরু হয়ে যাবে এবং তিন মাস পর অর্থাৎ মার্চ মাসে কোম্পানির পক্ষ থেকে ফোনটি সেলের জন্য মার্কেটে পেশ করে দেওয়া হবে। Apple iPhone SE2 ফোনটি সম্পর্কে বলা হয়েছে এই ডিভাইসটি ডিপ গ্ৰে, হোয়াইট এবং রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। কুওর কথা অনুযায়ী Apple iPhone SE2 তে কোম্পানি এলসিপি অ্যান্টেনা ব‍্যবহার করবে যা ফোনটির নেট‌ওয়ার্ক ও ফ্রিকোয়েন্সি ক্ষমতা 5.1 ডেসিবেল পর্যন্ত বাড়িয়ে দেবে। 

সম্ভাব্য দাম

Apple iPhone SE2 সম্পর্কে গত সপ্তাহে জানা গেছে এই ফোনটি 399 ইউএস ডলার দামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি ভারতীয় টাকায় এই দাম প্রায় 28,000 টাকার কাছাকাছি। অর্থাৎ এই তথ্য যদি সত্যি হয় তবে সাধারণ মানুষ মাত্র 30 হাজার টাকারও কম দামে Apple iPhone SE2 ব‍্যবহার করতে পারবে। Apple iPhone SE2 ফোনটি তিন বছর আগে লঞ্চ হ‌ওয়া Apple iPhone SE এর নতুন ও অ্যাডভান্স ভার্সন হবে। 

আরও পড়ুন : TikTok এর বাজিমাত, ফেসবুক-ইনস্টাগ্রামকে পেছনে ফেলে হয়ে গেল সবচেয়ে বেশি ডাউনলোড হ‌ওয়া অ্যাপ

Apple iPhone SE2 

Apple এর আগামী আইফোনের নাম জানানোর সঙ্গে সঙ্গে টিপস্টার iPhone SE2 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়েছেন। কুওর কথা অনুযায়ী Apple iPhone SE2 তে Apple A13 প্রসেসর দেওয়া হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি Apple এর লেটেস্ট আইফোন সিরিজের তিনটি ডিভাইস iPhone 11, iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max এও এই চিপসেট দেওয়া হয়েছে। 

iPhone 11 সিরিজে 4 জিবি র‍্যাম যোগ করা হয়েছিল, লিক হ‌ওয়া তথ্য অনুযায়ী Apple তাদের iPhone SE2 তে 3 জিবি র‍্যাম দেবে যা LPDDR4X RAM হবে। রিপোর্টে বলা হয়েছে Apple iPhone SE2 ফোনটি 64 জিবি এবং 128 জিবি র‍্যামযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। 

আরও পড়ুন : আসতে চলেছে OPPO Reno S, এতে থাকবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট এবং 65 ওয়াট Super VOOC 2.0 টেকনোলজি

আগামী আইফোনের ডিজাইন সম্পর্কে কুও বলেছেন যে Apple iPhone SE2 ফোনটি iPhone 8 এর মতো লুক ও ডিজাইনের সঙ্গে লঞ্চ হতে পারে। iPhone SE2 তে 4.7 ইঞ্চির ন‍্যারো বেজলযুক্ত ডিসপ্লে দেখা যেতে পারে। নতুন রিপোর্টে আরও বলা হয়েছে Apple iPhone SE2 তে 3D Touch দেওয়া হবে এবং এই আইফোনটি গ্ৰে, সিলভার ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here