ভারতে লঞ্চ হল 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Moto G8 Plus, দাম 13,999 টাকা

মোটোরোলার একসঙ্গে লঞ্চ করা তিনটি ফোন Moto E6 Play, Moto G8 Play এবং Moto G8 Plus এর মধ্যে কোম্পানি Moto G8 Plus ফোনটি ভারতে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি কোম্পানি তাদের মিড রেঞ্জ জি সিরিজে পেশ করেছে। এই ফোনটি ওয়াটার রিপ্লেন্ট ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে এবং ফাস্ট চার্জিঙের জন্য এতে 15 ওয়াট টার্বোপাওয়ার সাপোর্ট করে। অন‍্যদুটি ফোনের মধ্যে Moto E6 Play এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন। জানিয়ে রাখি Moto G8 Plus ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টের স্পেসিফিকেশন ভারতে লঞ্চ করা ভেরিয়েন্টের তুলনায় কিছুটা আলাদা। 

আরও পড়ুন : আসতে চলেছে OPPO Reno S, এতে থাকবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট এবং 65 ওয়াট Super VOOC 2.0 টেকনোলজি

Moto G8 Plus এর দাম

কোম্পানি তাদের Moto G8 Plus ফোনটি 13,999 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনটি কসমিক ব্লু এবং ক্রিস্টাল পিঙ্ক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। মোটো জি সিরিজের এই মিড রেঞ্জ ফোনটি আগামী 29 অক্টোবর দুপুর 12টার সময় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে সেল করা হবে। 

Moto G8 Plus স্পেসিফিকেশন

Moto G8 Plus ফোনটিতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9 এবং এতে “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 655 চিপসেট আছে। Moto G8 Plus এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : Samsung নিয়ে এল দীপাবলির উপহার, Galaxy S10e তে 3,000 টাকার ছাড় এবং Galaxy A70s এর সঙ্গে 1,999 টাকার হেডফোন ফ্রি

ফোটোগ্ৰাফির জন্য Moto G8 Plus এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto G8 Plus এ 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Moto G8 Plus একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto G8 Plus এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আরও পড়ুন : এখন চলন্ত ট্রেনেও পাওয়া যাবে ওয়াইফাইয়ের সুবিধা, জানালেন রেলমন্ত্রী

Moto G8 Play স্পেসিফিকেশন

Moto G8 Play তে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেওয়া হয়েছে। এতে 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। Moto G8 Play তে ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি 117 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও একটি ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Moto G8 Play তে পাওয়ার ব‍্যাকআপের জন্য 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি BRL 1,099 (প্রায় 19,420 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here