অ্যাপেল এমন এক কোম্পানি যা বছরে একবার ফোন লঞ্চ করলেও সারা বছর হেডলাইন জুড়ে থাকে এবং আজও এর বিড়ম্বনা হয়নি। এমন কিছু ঘটেছে যার ফলে গোটা বিশ্বে অ্যাপেল সম্পর্কে সমালোচনা চলছে। আমেরিকার কুপার্টিনোর স্টিভ জবস থিয়েটারে অ্যাপেল আইফোন 10এস লঞ্চ হচ্ছিল এবং প্রত্যেকে ফোনটি সম্পর্কে জানতে আগ্ৰহী ছিলেন। অ্যাপেল ওয়াচ সিরিজ 4 এর লঞ্চের সঙ্গে ইভেন্টের সূচনা হয় এবং পরের মুহূর্তেই আইফোন 10এসের কথা ওঠে। সমগ্ৰ হল জুড়ে হাততালির ঝড় ওঠে এবং কোম্পানি এক এক করে এর ফিচার ও স্পেসিফিকেশন ঘোষণা করা শুরু করে। অ্যাপেল একসাথে আইফোন 10এস ও আইফোন 10এস ম্যাক্স পেশ করে। প্রসঙ্গত অ্যাপেল এই প্রথম ডুয়েল সিম ফোন লঞ্চ করল। আইফোন 10এস ম্যাক্সে ডুয়েল সিম সাপোর্ট করে।
আইফোন 10এস (Apple iPhone XS)
এই ফোনটি অ্যাপেলের দশন বর্ষপূর্তি উপলক্ষে লঞ্চ করা আইফোন 10 এর আপডেটেড ভার্সন। ফোনটি গ্লাস বডির সঙ্গে পেশ করা হয়েছে যা সার্জিক্যাল গ্ৰেড স্টেইনলেস স্টিল ফ্রেমের সঙ্গে আকর্ষণীয় লুক দেয়। এই ফোনে 2436 × 1125 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.8 ইঞ্চির সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরদিকে নচ আছে। কোম্পানি এতে 1 মিলিয়ন টু 1 কন্ট্রাস্ট রেশিওযুক্ত এইচডিআর ডিসপ্লের ব্যবহার করেছে যা অসাধারণ ভিউ উপভোগ করতে সাহায্য করে।
এর সঙ্গে 120 হার্টস টাচ সেন্সিং, 3ডি টাচ ও ট্যাপ টু ব্যাকের মত ফিচার ব্যবহার করা হয়েছে যা একে বেস্ট বানায়।
প্রসঙ্গত অ্যাপেল তাদের ডিভাইসের র্যাম সম্পর্কে কোনো তথ্য জানার না। একই ভাবে কোম্পানি আইফোন 10এসের র্যাম সম্পর্কে কিছু জানায়নি তবে মনে করা হচ্ছে এতে 4 জিবি র্যাম থাকতে পারে। ফোনটির 64 জিবি, 256 জিবি ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজের তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।
আইফোন এক্সএস অ্যাপেলের সবচেয়ে নতুন ও পাওয়ারফুল এ12 ভাইনোইক চিপসেটে রান করে। এই চিপসেট 7 ন্যানোমিটারের চিপসেট এবং এটি 6 কোর সিপিইউ ও 4 কোর জিপিইউ ক্ষমতাসম্পন্ন। এই চিপসেট অত্যন্ত ফাস্ট ও ল্যাক ফ্রি প্রসেসিঙের সঙ্গে ফোনের আইওএস 12 দুর্দান্ত ইউজার ইন্টারফেস দেয়।
অ্যাপেল আইফোন 10এসের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.0 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ আছে। কোম্পানি টেলিফোটো লেন্সের ব্যবহার করে। এই ফোনেও এমনই কিছু দেখা যাবে। এবার কোম্পানি নতুন সেন্সরে বড় পিক্সেল যোগ করেছে। টেলিফোটো লেন্স ওয়াইড অ্যাঙ্গেল ফিচারযুক্ত। ফোনের ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে ও বোকে এফেক্ট ও মোশান ভিডিও ফিচার সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প্যানেলে নচে 7 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এবং সঙ্গে একটি আইআর ক্যামেরা সেন্সরও আছে। ফোনের ফ্রন্ট ক্যামেরা 3ডি ফেস রেকগনেশনের সঙ্গে ফাস্ট অনলকিং ক্ষমতাসম্পন্ন।
আইফোন এক্সএস আইপি68 সার্টিফাইড যা একে ধূলো ও জলের হাত থেকে বাচানোর প্রতিশ্রুতি দেয়। আইফোন 10এসে সিঙ্গেল সিম স্লট আছে তবে কিছু দেশে ই-সিমের সাহায্যে ডুয়েল সিম সাপোর্ট করতে সক্ষম। এতে দুটি সিম নাম্বার ও ডেটা প্ল্যান ব্যবহার করা যাবে। ফোনটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।
অ্যাপেল আইফোন 10এস ম্যাক্স (Apple iPhone XS Max)
কোম্পানি আইফোন 10এসের সঙ্গে আইফোন 10এস ম্যাক্সও লঞ্চ করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এতে বড় স্ক্রিন দেওয়া হয়েছে। অ্যাপেল 10এস ম্যাক্স আজ পর্যন্ত অ্যাপেলের লঞ্চ করা সবচেয়ে দামি ফোন ও এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরে নচ আছে। কোম্পানি এতেও সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে (2688 × 1242 পিক্সেল রেজলিউশন) যোগ করেছে যা 1 মিলিয়ন টু 1 কন্ট্রাস্ট রেশিওযুক্ত এইচডিআর ডিসপ্লের ব্যবহার করেছে। কোম্পানি এতে ডলবি এইচডিআর 10 ব্যবহার করেছে যা দারুণ অনুভব দিতে সক্ষম।
আইফোন 10এস ম্যাক্সেও আইফোন 10 এসের মতো ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.0 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দিয়েছে যা এলইডি ফ্ল্যাশ সাপোর্ট করে। কোম্পানি এতে এমন টেলিফোটো লেন্স ব্যবহার করেছে যা কম আলোতেও দারুণ ফোটো তুলতে সক্ষম। এই টেলিফোটো লেন্সও ওয়াঈড অ্যাঙ্গেল সাপোর্ট করে। এই মডেলেও অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। এছাড়া বোকে এফেক্ট ও পোর্ট্রেট মোড ও মোশান ভিডিও সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনেও ফ্রন্ট প্যানেলে 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
আইফোন 10এস ম্যাক্সে ডুয়েল সিম স্লট আছে যার ফলে একসাথে দুটি ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে। শোনা যাচ্ছে এতেও 4 জিবি র্যাম আছে। এই ফোনটিও কোম্পানির এ12 চিপসেটে রান করে এবং থীম ইউসেজের জন্য এতে আইওএস 12 আপডেট করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী আগের ফোনগুলির থেকে এটি ফাস্ট প্রসেসিঙে সক্ষম।
আইফোন 10এসের 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউএস ডলার রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 71,800 টাকা। আইফোন10এস ম্যাক্সের 64 জিবি ভেরিয়েন্টের দাম 1099 ইউএস ডলার অর্থাৎ 79,000 টাকা।
অ্যাপেল আইফোন 10এস ও আইফোন 10এস ম্যাক্স আগামী 28শে সেপ্টেম্বর থেকে ভারতে কেনা যাবে। নতুন আইফোন গোল্ড, সিলভার ও স্পেস গ্ৰে কালারে পাওয়া যাবে।