খুব তাড়াতাড়ি বিক্রি হবে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন, দাম‌ও হবে অনেক কম

কিছু দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে চীনের পর এখন ভারত বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাণকারী দেশ। হ‍্যান্ডসেট উৎপাদনের দিক থেকে ভারত ভিয়েতনামের চেয়েও এগিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর মনে করা হচ্ছে যেইসব মোবাইল কোম্পানি এখনও পর্যন্ত ভারতে তাদের ফোন ম‍্যানুফ‍্যাকচার করে না হয়তো তারাও এবার ভারতে প্রোডাকশন শুরু করবে।

অ্যাপেল ভারতে তাদের দুটি ম‍্যানুফ‍্যাকচারার Foxcom এবং Wistron এর মাধ্যমে তাদের কিছু iPhone মডেল ভারতে অ্যাসেম্বল করায়। এর মধ্যে Wistron 2019 সাল পর্যন্ত দেশে অরিজিনাল iPhone SE এর অ্যাসেম্বলিংও করেছে। এছাড়াও কয়েক দিন আগে শোনা গেছে খুব তাড়াতাড়ি ভারতে Apple iPhone SE 2020 এর অ্যাসেম্বলিং পর্যন্ত করা হবে। যার ফলে ভারতে এটি যথেষ্ট কম দামে সেল করা হবে।

অন‍্যদিকে Foxcom ও বড় পরিকল্পনার সঙ্গে এগিয়ে চলেছে। আপাতত গত মার্চ মাস থেকে ভারতে Foxcom অ্যাপেল এবং শাওমি ফোন অ্যাসেম্বলিং এর কাজ করছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে।

বর্তমানে করোনা ভাইরাসের সুনিশ্চিত প্রভাবের মধ্যে দাঁড়িয়েও Foxcom এর প্রেসিডেন্ট লিউ ইয়ং তাদের বার্ষিক সম্মেলনে ভবিষ্যতের দিকে তাকিয়ে বলেন, “কোম্পানির উন্নতির জন্য ভারত একটি যথেষ্ট উল্লেখযোগ্য স্থান ছিল। আমরা পর্যায়ক্রমে পরবর্তী স্তরের দিকে এগোচ্ছি এবং আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই রিপোর্ট আমাদের ওয়েবসাইটে লিস্টেড করে দিতে পারব। তিনি আরও বলেন ভারতে নজর দিয়ে বসে থাকা অন‍্যান‍্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই ব‍্যাবসায় নেমেছেন।

এছাড়া আরেকটি রিপোর্ট থেকে জানা গেছে আগামী জুলাই মাস থেকে ভারতে Wistron এর জন্য iPhone SE (2020) এর কম্পোনেন্ট শিপিং শুরু হয়ে যাবে। এই পদক্ষেপের ফলে আইফোনের জন্য দেওয়া বিপুল পরিমাণ ট‍্যাক্সের হাত থেকে বাঁচা যাবে। আসলে কোম্পানিকে ভারতে যে কোনো ফোন আনার জন্য বড় অঙ্কের ট‍্যাক্স দিতে হয়।

SOURCE 1

SOURCE 2

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here