প্রাণ বাঁচাল Apple Watch! দিল্লির মহিলাকে সঠিক সময়ে অ্যালার্ট দিয়ে পাঠাল হাসপাতাল

Apple প্রোডাক্টের দাম অনেক বেশি হওয়া স্বত্বেও চাহিদা প্রচুর। এর মুখ্য কারণ কোম্পানির সুনাম নয়, বরং অ্যাপেল প্রোডাক্টের দারুণ কোয়ালিটি এবং অসাধারণ ফিচার। এবার দিল্লির একটি ঘটনার কথা সামনে এসেছে, যেখানে এক মহিলাকে সঠিক সময়ে ওApple Watch অসুস্থতার ওয়ার্নিং দিয়ে হাসপাতালে পাঠিয়ে প্রাণ বাঁচাল।

অ্যালার্ট করল Apple Watch

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্নেহা সিনহা নামক এই দিল্লির বাসিন্দা প্রতিদিনের মতো অফিস থেকে সন্ধ্যায় বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন তাঁর Heartbeat স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত চলছে। লম্বা নিঃশ্বাস-প্রশ্বাস এবং নিজেকে শান্ত করার পরেও Apple Watch 7 এ হাই হার্ট রেট দেখাচ্ছিল। এর কিছুক্ষণ পড়ে তাঁর বুকে ব্যাথা শুরু হয়।

স্নেহা সিনহা সকাল পর্যন্ত দেখার কথা ভাবেন এবং পরের দিন ডাক্তার দেখাবেন বলে ঠিক করেন। কিন্তু এর প্রায় ঘন্টাখানেক পর তাঁর Apple Watch অ্যালার্ট দেওয়া শুরু করে এবং নোটিফিকেশনের মাধ্যমে জানায় Apple Watch 7 এর ECG App তাঁর শরীরে Atrial Fibrillation ডিটেক্ট করেছে। ওয়াচ তাকে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়।

হাসপাতাল যেতে দেরি হলে হয়ে যেত ক্ষতি

এই অ্যালার্টের গুরুত্ব বুঝে তিনি তাঁর বন্ধুকে ডাকেন এবং তাঁর সাথে ডাক্তারের কাছে যান। হাসপাতালের এমারজেন্সি বিভাবে চেকআপ করিয়ে জানা যায় স্নেহার হার্ট রেট 250 বিটস প্রতি মিনিট চলছে। তাকে তৎক্ষণাৎ অক্সিজেন দিয়ে জরুরি ট্রিটমেন্ট শুরু করা হয়। ডাক্তার জানান যদি সে সকাল পর্যন্ত অপেক্ষা করত এবং সময় মতো হাসপাতালে না আসত তবে তাঁর মৃত্যুও হতে পারত।

ধন্যবাদ জানালেন Tim Cook

স্নেহা Apple Watch 7 এর এই ফিচারের ফলে খুশি হন এবং কৃতজ্ঞতা জানিয়ে Apple CEO Tim Cook এর কাছে মেইল করেন। রিপোর্ট অনুযায়ী, টিম কুক স্নেহার মেইলের উত্তরও দিয়েছেন এবং অ্যাপেল প্রোডাক্ট ব্যাবহার ও অ্যাপেল প্রোডাক্টের ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here