শক্তিশালী গেমিং ফোনের প্রসঙ্গ উঠলে টপ লিস্টেই ASUS ROG Phone এর নাম উঠে আসে। ROG অর্থাৎ Republic of Games সিরিজটি বিশেষভাবে সেইসব গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে যারা তাদের ফোনে হেভি গ্ৰাফিক্সযুক্ত গেম খেলতে ভালোবাসেন। কয়েক দিন আগে খবর পাওয়া গেছে ASUS ROG Phone 3 এর সফলতার পর এবার কোম্পানি ASUS ROG Phone 5 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আজ গীকবেঞ্চে ASUS ROG Phone 5 লিস্টেড হয়ে গেছে।
আরও পড়ুন: Xiaomi নিয়ে এল 108MP ক্যামেরাওয়ালা সবচেয়ে শক্তিশালী 5G ফোন Mi 11, তবে কি পিছিয়ে পড়বে Samsung?
ASUS ROG Phone 5 ফোনটি গীকবেঞ্চে ASUS_I005DA মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং গতকাল অর্থাৎ 8 ফেব্রুয়ারি করা হয়েছে এবং এতে ফোনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। লিস্টিঙে ফোনের মাদারবোর্ড সেকশনে ‘lahaina’ লেখা হয়েছে। জানিয়ে রাখি এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটের কোডনেম। এটি এখনও পর্যন্ত লঞ্চ করা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট এবং এটি 5জি সাপোর্ট করে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ASUS ROG Phone 5 ফোনটি 16 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে। তবে এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হতে পারে এবং মনে করা হচ্ছে ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে 16 জিবি র্যাম থাকবে। লিস্টিঙে বলা হয়েছে ASUS ROG Phone 5 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে পেশ করা হবে এবং এতে 1.80 গিগাহার্টস বেস স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। গীকবেঞ্চে ASUS ROG Phone 5 ফোনটি সিঙ্গেল কোরে 1125 এবং মাল্টি কোরে 3714 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
আরও পড়ুন: ভারতে আসার জন্য প্রস্তুত Realme Narzo 30, শেয়ার হল রিটেইল বক্সের ছবি
সম্ভাব্য স্পেসিফিকেশন
অন্যান্য লিক ও সার্টিফিকেশনে ASUS ROG Phone 5 সম্পর্কে বলা হয়েছে এতে হাই রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের ডায়মেনশন 172.834 × 77.252 × 10.29 এমএম হবে। পুরোনো লিকে ASUS ROG Phone 5 এ 8 জিবি র্যাম দেওয়ার কথাও বলা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে ASUS ROG Phone 5 এ ফোটোগ্রাফির জন্য 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী থাকবে। তবে ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন