গ্লোবাল মার্কেটে লঞ্চ হল ফ্ল্যাগশিপ ফোন ASUS Zenfone 11 Ultra, রয়েছে শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার

বাজারে ASUS Zenfone 11 Ultra লঞ্চ হয়ে গেছে। শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ এই ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে এবং প্রথমে এই ফোনটি পশ্চিমী দেশগুলির মার্কেটে সেল করা হবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একাধিক শক্তিশালী ফিচার এবং স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এই পোস্টে ASUS Zenfone 11 Ultra ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

ASUS Zenfone 11 Ultra ফোনের ফটো

ASUS Zenfone 11 Ultra ফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ 144Hz AMOLED display
  • Qualcomm Snapdragon 8 Gen 3
  • 16GB RAM + 512GB Storage
  • 50MP+32MP+13MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 5,500mAh Battery
  • 65W Hyper charging
  • 15W Qi wireless charging

স্ক্রিন: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন যোগ করা হয়েছে। পাঞ্চ-হোল স্টাইলের এই ডিসপ্লে এলটিপিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও 2500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: ASUS Zenfone 11 Ultra অ্যান্ড্রয়েড 14 এবং জেন ইউআই সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফ্ল্যাগশিপ ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ রয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.9 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি আইএমএক্স890 সেন্সর, 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরাটি 6 অ্যাক্সিস গিম্বেল স্টেবিলাইজেশন এবং অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) টেকনোলজি সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি এবং ভিডিও কলের জন্য ASUS Zenfone 11 Ultra ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছআ এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 90° ফিল্ড অব ভিউ সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও রয়েছে।

ASUS Zenfone 11 Ultra ফোনের ফিচার

  • NFC
  • Wi-Fi 7
  • Bluetooth 5.4
  • 3.5mm audio jack
  • 5-magnet stereo speaker
  • Dirac Virtuo Headphone Spatial Sound
  • Tri-mic + ASUS Noise Reduction Technology
  • In-display fingerprint sensor
  • IP68 Dust and water resistant
  • Corning Gorilla Glass Victus 2

ASUS Zenfone 11 Ultra ফোনের দাম

আসুস জেনফোন 11 অল্ট্রা ফোনটি গ্লোবাল মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB র‍্যাম + 256GB মেমরি যোগ করা হয়েছে এবং এর দাম 999 ইউরো অর্থাৎ প্রায় 90,500 টাকা রাখা হয়েছে। একইভাবে 16GB র‍্যাম + 512GB মেমরি সহ এই ফোনের টপ মডেল 1099 ইউরো অর্থাৎ প্রায় 99,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আপাতত এখনই এই স্মার্টফোনের ভারতে লঞ্চের আশা বেশ কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here