7 Pro কে টক্কর দিতে এলো Asus Zenfone 6, এতে আছে 48 মেগাপিক্সেল ফ্লিপ ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

গত বছর আসুসের জেনফোন 5 সম্পর্কে টেক জগতে যথেষ্ট সমালোচনা হয় এবং স্মার্টফোন ফ‍্যানদের মধ্যে ফোনটি নিয়ে যথেষ্ট উৎসাহ ছিলো, কিন্তু শেষ পর্যন্ত এই ফোনটি লঞ্চ না করে জেনফোন 5জেড পেশ করা হয়েছিল। এই ফোনটি তার দুর্দান্ত স্পেসিফিকেশন ও অসাধারণ ক‍্যামেরার জন্য যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে এবং একে ওয়ানপ্লাসের সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী হতে দেখা যায়। এবার কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন Asus Zenfone 6 ফোনটি লঞ্চ করেছে। আপাতত ফোনটি স্পেনে লঞ্চ করা হলেও আশা করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করে দেওয়া হবে। আসুসের এই ফোনটি অনেকগুলি বিশেষ ফিচারযুক্ত। আজকাল যেখানে পপ আপ ও স্লাইড আউট ক‍্যামেরা ট্রেন্ডিং চলছে সেখানে দাঁড়িয়ে আসুস আরও এক কদম এগিয়ে অত্যন্ত ইনোভেটিভ ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে এই ফোনটি লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম এমন ফোন যা।এই ধরনের ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হলো।

শাওমির 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন 20 মে ভারতে হবে লঞ্চ, এতে থাকবে দুর্দান্ত ফিচার

ক‍্যামেরা
Asus Zenfone 6 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি লো লাইট ফোটোগ্ৰাফির ক্ষেত্রেও যথেষ্ট কার্যকর। কোম্পানি ক‍্যামেরার কোয়ালিটি আরও উন্নত করার জন্য এতে Sony IMX586 সেন্সর ব‍্যবহার করেছে। এক‌ই ভাবে এই সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি 13 মেগাপিক্সেলের যা 125 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল ফোটো তুলতে সক্ষম।

আগেই বলা হয়েছে এতে ফ্লিপ ক‍্যামেরা দেওয়া হয়েছে, যা সেলফি নেওয়ার সময় নিজেথেকেই ফ্লিপ হয়ে সামনে চলে আসে। অর্থাৎ রেয়ার ও ফ্রন্ট উভয় প‍্যানেলে এক‌ই ক‍্যামেরা সেট‌আপ পাওয়া যায়। শুধু এটুকুই নয়, একে মোটরাইজড সেট‌আপের সঙ্গে পেশ করা হয়েছে এবং ক‍্যামেরা কন্ট্রোলের ফিচার স্ক্রিনে দিয়েছে। অর্থাৎ ক‍্যামেরা ফ্লিপ হয়ে সামনে আসার সময় ক‍্যামেরা সেট‌আপ যেখানে ইচ্ছা থামিয়ে দেওয়া যাবে। আবার এতে মোশন কন্ট্রোল ফিচার‌ও দেওয়া হয়েছে যার সাহায্যে এই ক‍্যামেরা কোনো চলমান বস্তকে ট্র‍্যাক করতে পারে। কোম্পানি একে অটো লেজার ফোকাস ও ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে পেশ করেছে। ক‍্যামেরা ম‍্যানুয়ালিও ঘোরানো যায়।

চলে এলো Oppo A3s এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট, দাম মাত্র 10 হাজার টাকার‌ও কম

ডিজাইন ও ডিসপ্লে
Asus Zenfone 6 এর বডি গ্লাস দিয়ে তৈরি যা যথেষ্ট উজ্জ্বল ও চকচকে। ফোনটি দেখতেও খুবই স্টাইলিশ। আজকাল বেশিরভাগ ফোন এই স্টাইলেই লঞ্চ করা হয়। ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো বাটন দেওয়া হয়নি।

এই ফোনটি সম্পূর্ণ বেজল লেস বানানো হয়েছে। স্ক্রিনের ওপরে ছোট স্পীকার দেওয়া হয়েছে। কোম্পানি এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দিয়েছে। এটি 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে যা যথেষ্ট উন্নত কোয়ালিটির। কোম্পানি ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 3 এর কোটিং দিয়েছে।

পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Motorola One Vision

হার্ডওয়্যার ও সফটওয়্যার
Asus Zenfone 6 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে জেন‌ইউআইয়ের লেয়ারিং থাকলেও এই ফোনটি অনেকটাই স্টক অ্যান্ড্রয়েড অর্থাৎ পিওর অ্যান্ড্রয়েডের অনুভূতি দেবে। পাওয়ারের দিক থেকেও ফোনটি কোনো অংশে পিছিয়ে নেই। এই ফোনে কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে যা অত্যন্ত অ্যাডভান্স বলে পরিচিত। এর সঙ্গে ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দুটি ভেরিয়েন্ট আছে। এতে মেমরি কার্ড সাপোর্ট করে। এই ফোনে তিনটি স্লট আছে অর্থাৎ এক‌ই সঙ্গে দুটি সিম ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়।

ক‍্যামেরার সঙ্গে সঙ্গে এই ফোনের স্পীকার‌ও অসাধারণ। এতে 5 ম‍্যাগনেট স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে যা হেডফোনের সঙ্গে স্পীকারেও দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি দিতে সক্ষম। ফোনে ডুয়েল স্মার্ট অ্যাম্পিয়ার ও ডুয়েল মাইক আছে। সবচেয়ে বড়ো কথা অন‍্যান‍্য ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন থেকে যেখানে আস্তে আস্তে 3.5 এম‌এম অডিও জ‍্যাক তুলে নেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে Asus Zenfone 6 তে এই ফিচার পাওয়া যাবে।

Realme আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী 5জি ফোন, স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসরে করবে রান

পাওয়ার ব‍্যাক‌আপ ও সিকিউরিটি
Asus Zenfone 6 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি একে 18 ওয়াট ফাস্ট চার্জিঙের সঙ্গে পেশ করেছে যা ফাস্ট চার্জিং 4.0 সাপোর্ট করে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য Asus Zenfone 6 এ ফেস আনলক ফিচারের সঙ্গে ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here