শাওমির 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন 20 মে ভারতে হবে লঞ্চ, এতে থাকবে দুর্দান্ত ফিচার

শাওমি ভারতে Redmi Note 7 ও Redmi Note 7 Pro স্মার্টফোন লঞ্চের পর তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই নতুন স্মার্টফোন কোম্পানি রেডমি নোট 7 সিরিজেই লঞ্চ করবে। এই তথ্য স্বয়ং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। এই আগামী স্মার্টফোন Redmi Note 7S নামে লঞ্চ করা হবে।

চলে এলো Oppo A3s এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট, দাম মাত্র 10 হাজার টাকার‌ও কম

প্রসঙ্গত নোট S সিরিজের এটি ভারতে লঞ্চ করা প্রথম স্মার্টফোন হবে। শাওমি গ্লোবাল বিপি ও শাওমি ইন্ডিয়ার ম‍্যাসেজিং ডাইরেক্টর মনু কুমার জৈন টুইট করে এইকথা জানিয়েছেন। তিনি তাঁর টুইটে নতুন ফোনের নাম ও লঞ্চ ডেটের ঘোষণা করেছেন।

টুইট অনুযায়ী আগামী Redmi Note 7S ফোনে Redmi Note 7 Pro এর মতো 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া থাকবে। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি এই 48 মেগাপিক্সেলের ক‍্যামেরায় কোন সেন্সর দেওয়া হবে।

পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Motorola One Vision

মনু কুমার জৈন এই পোস্টে Redmi Note 7S এর ওয়েটারমার্কের সঙ্গে একটি ফোটোও শেয়ার করেছেন। যার থেকে জানা গেছে এই স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। মনে করা হচ্ছে এই ফোনের ডিজাইন নোট 7 সিরিজের মতোই হবে।

এই স্মার্টফোনটি ছাড়াও কোম্পানি Redmi K20 ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Redmi K20 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটযুক্ত হতে পারে। এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরার মতো ফিচার থাকতে পারে।

Realme আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী 5জি ফোন, স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসরে করবে রান

এছাড়া এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here