ASUS 8Z ও 8Z Flip নামে ভারতে লঞ্চ হতে পারে ASUS ZenFone 8 এবং ZenFone 8 Flip স্মার্টফোন

কয়েক দিন আগে আন্তর্জাতিক মার্কেটে ASUS ZenFone 8 এবং ZenFone 8 Flip স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রভাবেতখন ফোন দুটি ভারতের মার্কেটে পেশ করা যায়নি। আজ আসুসের ZenFone 8 ফোনটি গুগল প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে দেখা গেছে যেখানে ফোনটির নাম লেখা আছে “ZenFone 8 / ASUS 8Z”। ফোনটির মডেল নাম্বার বলা হয়েছে ASUS_I006D। এর থেকে বোঝা যাচ্ছে ভারতে এই ফোনটি ASUS 8Z নামে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ কোম্পানির ‘জেনফোন’ সিরিজের এই স্মার্টফোন ভারতে আসবে তাদের ‘জেড’ সিরিজের ফোন হিসেবে। এর আগে কোম্পানির ASUS ZenFone 6 ফোনটি ভারতে ASUS 6Z নামে লঞ্চ করা হতে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত ASUS ZenFone 8 Flip ফোনটি লিস্টেড হতে দেখা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনটি ASUS 8Z Flip নামে এবং ASUS_I004D মডেল নাম্বারের সঙ্গে পেশ করা হতে পারে।

ASUS ZenFone 8 এর স্পেসিফিকেশন

ASUS Zenfone 8 তে কোম্পানি 5.9 ইঞ্চির স‍্যামসাং মেড E4 AMOLED ডিসপ্লে দিয়েছে যা Full HD + Pixel Resolution, 1100 nits পিক ব্রাইটনেস আর 120Hz রিফ্রেশ রেট আছে। এছাড়া ফোনে আপনি গোরিলা গ্লাস প্রোটেকশন‌ও পাবেন। এই কোয়ালকম এর লেটেস্ট আর সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেটের সাথে পাওয়া যাবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 প্রসেসর যুক্ত। আবার ভালো গ্রাফিক্স এর জন্য ফোনে Adreno 660 GPU দেওয়া আছে। এটুকুই না ফোনে 6GB/8GB/16GB RAM এর সাথে 128GB/256GB এর স্টোরেজ দেওয়া আছে।

ফোটোগ্রাফি এর কথা বলা হলে ডিভাইস এ একটি ডুয়াল ক‍্যামেরা সেট‌আপ আছে। রিয়ার ফেসিং ক‍্যামেরা মডিউল এ একটি প্রাইমারি 64MP সোনি IMX686 সেন্সর আছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত। আবার 64MP ক‍্যামেরা এর সাথে 12MP আল্ট্রাওয়াইড ক‍্যামেরা আছে যা f/2.2 অ্যাপার্চার আর ডুয়াল PDAF যুক্ত। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ডিভাইসে 12MP ক‍্যামেরা ইউনিট দেওয়া আছে। ফোনটি Android 11 এর সাথে ZenUI 8 skin তে কাজ করে। আবার ডিভাইসে IP68 এর রেটিং দেওয়া আছে। কানেক্টিভিটি ফিচার্স এর কথা বলা হলে এই ডিভাইসে ডুয়াল সিম সাপোর্ট, 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ v5.2, GPS, একটি 3.5 মিমী অডিও জ‍্যাক আর একটি USB টাইপ-সি পোর্ট আছে। ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ASUS ZenFone 8 Flip এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের ASUS ZenFone 8 Flip ফোনটিতে ASUS ZenFone 8 এর তুলনায় বড় ডিসপ্লে যোগ করেছে। এতে 6.67 ইঞ্চির এফ‌এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট ও 1000 নিটস ব্রাইটনেস সাপোর্টেড। ASUS ZenFone 8 Flip ফোনটিতেও কোয়ালকমের লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী চিপসেট ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটিও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 660 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ রয়েছে। 

ASUS ZenFone 8 Flip এর ক‍্যামেরা মডিউলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3× অপ্টিক‍্যাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে। এই এক‌ই ক‍্যামেরা মডিউল সেলফি ও ভিডিও কলের জন‍্য‌ও ব‍্যবহার করা যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌‌এএইচের বড় ব‍্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল সিম স্লট, 5জি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here