গত কয়েক মাস ধরে আসুসের নতুন ফোন সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। জানা গেছিল কোম্পানি খুব তাড়াতাড়ি আসুস জেনফোন ম্যাক্স প্রো এম1 এর আপগ্ৰেড ভার্সন ম্যাক্স প্রো এম2 লঞ্চ করতে চলেছে। স্বয়ং আসুস জানিয়েছিল যে এই ফোনটি 11 ডিসেম্বর লঞ্চ হবে কিন্তু লঞ্চের আগেই আজ এই ফোনটি কোম্পানির রাশিয়ান ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি এবার একটি নয় বরং দুটি স্মার্টফোন পেশ করতে চলেছে। আসুস জেনফোন ম্যাক্স প্রো এম2 এর সঙ্গে কোম্পানি জেনফোন ম্যাক্স এম2 লিস্টেড করেছে এবং দুটি ফোনেরই সমস্ত স্পেসিফিকেশন সাইটে দেওয়া হয়েছে।
7 বছরের এই বাচ্চা বছরের সবথেকে বড়ো ইউটিউবার, যার এক বছরের আয় 155 কোটি টাকা
কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে দিয়েছে এবং আগামী 11 ডিসেম্বর এই ফোন ভারতে লঞ্চ হবে। কিছু দিন আগে এই ফোন অনলাইন স্টোর ফ্লিপকার্টেও দেখা গিয়েছিল। তাই মনে করা হচ্ছে ফোনগুলি এই ইকমার্স সাইটেই বিক্রি করা হবে।
আসুস জেনফোন ম্যাক্স এম2
আসুস জেনফোন ম্যাক্স এম2 তে 6.3 ইঞ্চির এইচডি+; 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড স্ক্রিন দেওয়া হয়েছে এবং কোম্পানি এটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 চিপসেট দেওয়া হয়েছে এবং এতে অক্টাকোর (4 × 1.8 গিগাহার্টসের ক্রয়ো 250 গোল্ড ও 4 × 1.8 গিগাহার্টসের ক্রয়ো 250 সিলভার) প্রসেসর দেখা যাবে। এর সঙ্গে 3 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া আছে।
ফোটোগ্ৰাফির জন্য আসুস জেনফোন ম্যাক্স এম2 তে 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। কোম্পানি এই ফোনে বড় ব্যাটারীর ব্যবহার করেছে। এতে 4,000 এমএএইচ ব্যাটারী দেখা যাবে।
এক্সক্লুসিভ : স্যামসাং গ্যালাক্সি এম20 এর স্ক্রিন প্যানেল লিক, ওয়াটারড্রপ নচসচ লঞ্চ হবে এই ফোনটি
আসুস জেনফোন ম্যাক্স প্রো এম2
এই মডেলটি আসুস জেনফোন ম্যাক্স এম2 এর তুলনায় একটু অ্যাডভান্স। আসুস জেনফোন ম্যাক্স প্রো এম2 তে 6.3 ইঞ্চির এলসিডি স্ক্রিন দেখা যাবে। এই ফোনটি ফুল এইচডি+ এবং 2280 × 1080 পিক্সেল রেজলিউশনের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসরের ব্যাপারেও এটি যথেষ্ট অ্যাডভান্স। আসুস জেনফোন ম্যাক্স প্রো এম2 কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এতে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনেও মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।
আসুস জেনফোন ম্যাক্স প্রো এম2 তে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এতে 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।